ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটা অংশ শিল্পকলা একাডেমিতেও দেখায়। একাডেমির চিত্রশালার ওই অডিটোরিয়ামের প্রজেক্টর খুব দুর্বল। কিন্তু ওখানে এই সিনেমাটা ভালো ছিল। বলা যায় ঘোলা পর্দা বা বাজে প্রজেক্টরের দুর্বলতা অতিক্রম করেও সিনেমাটা ভালো লেগেছে।
তুরস্কের পরিচালক মেহমেত আলি কোনার পরিচালিত ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো’। সিনেমাটা এই উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছে। সিনেমাটোগ্রাফি তো আসলে শিল্পকলার অডিটোরিয়ামে ডিফোকাস মুডে দেখতে হয়েছে আমাদের।
কিন্তু সিনেমাটাও ছিল শান্ত এক যাতনার জীবনের। সিনেমার নামের মতোও আমরা আখরোটের পাতা কখন হলুদ হয় অনুধাবন করতে পেরেছি। আর দেখেছি, আমাদের জীবনের আখরোটগাছের পাতা কেবলই হলুদ, এখন ঝরে পড়া বাকি।
—ইলিয়াস কমল ২০ জানুয়ারি ২০২৫
সিনেমার চিরকুট প্রবাহ
ইলিয়াস কমল রচনারাশি
Latest posts by ইলিয়াস কমল (see all)
- সিনেমার চিরকুট ১০ - January 22, 2025
- শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ - January 22, 2025
- সিনেমার চিরকুট ৯ - January 20, 2025
COMMENTS