পারফেক্ট ডেইস — মানে কি ‘নিখুঁত দিনগুলো’? কিন্তু উইম ওয়েন্ডার্সের এই সিনেমা দেখে পারফেক্ট ডেইস মানে মনে হলো ‘সুখের দিন’। কারণ সুখটাকেই তো আমরা পারফেক্ট মনে করি। যদিও সুখ ব্যক্তি ও স্থান ভেদে ভিন্ন। তবুও, তেমনই নিখুঁতও স্থান ভেদে ভিন্ন হতে পারে। তাই এই সিনেমাটাকে সুখের দিন হিসেবেই বলতে ইচ্ছে করছে আমার! আর কোজি ইয়াকুশোর অভিনয় যারা আগেও দেখেছেন তাদেরকে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। যেন ঠান্ডার রোগীর কাছে কুসুমগরম পানিতে একচামিচ মধুর মতো আরামদায়ক ও কাজের।
ইলিয়াস কমল ২২ মার্চ ২০২৪
Latest posts by ইলিয়াস কমল (see all)
- প্রয়াণ ও খুন - August 7, 2025
- একটি ফিকশন, একটা ডকু ও একজন অকুতোভয় || ইলিয়াস কমল - August 6, 2025
- সিনেমার চিরকুট ২৩ - August 4, 2025
COMMENTS