এই সিনেমার যে পরিচালক আমজাদ আবু আলালা, ভদ্রলোক একজন সুদানিজ বংশোদ্ভূত আমিরাতের নির্মাতা। বাবা-মায়ের সাথে সেখানেই পড়াশোনা ও বেড়ে-ওঠা। পড়াশোনা শেষে যখন সিনেমা বানানো শুরু করলেন, তখন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে প্রেক্ষাপট হিসেবে বেছে নিলেন নিজের পূর্বপুরুষের বা বলা যায় বাবা-মায়ের স্মৃতিবিজড়িত সুদানের এক গ্রামকেই।
সুদানের সিনেমা হিসেবেই আমরা একে জানছি এখন। অস্কারেও সুদানের সিনেমা হিসেবেই আন্তর্জাতিক ভাষায় এন্ট্রি ছিল। যদিও অস্কার খুবই ওভাররেটেড একটা পুরস্কার। কিন্তু সিনেমার সবচেয়ে বড় অর্জনগুলোর একটা হচ্ছে ভেনিস ফিল্ম ফ্যাস্টিভ্যালে সেরা ডেব্যু ফিল্ম হিসেবে পুরস্কার অর্জন। এছাড়াও বেশ কিছু পুরস্কার সিনেমাটা জিতছে।
কিন্তু একটা কথা না বললেই নয়, সিনেমাটা যে-জায়গাটায় আমাকে ধাক্কা দিছে, তা হলো নিজের জানা ও অজ্ঞতার মধ্যে সীমিত না-থাকার বার্তা। একটু সহজ করে বললে বলা যায়, আপনি যা জানেন এটাই যে একমাত্র সত্যি তা-ই নয় বন্ধু। পৃথিবীতে আপনার জানার বাইরেও সত্য আছে এইটা মানতে হবে।
সিনেমার মেকিং, স্ক্রিপ্ট এবং অভিনয় সুন্দর ও আরামদায়ক। সিনেমা প্রসঙ্গে আলাপের বাইরে যা আমার মনোযোগ কেড়েছিলো তা হলো অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা বন্যা খালিদ। ভদ্রমহিলা কী সুন্দর! কিন্তু তিনি আসলে একজন উন্নয়নকর্মী। প্রফেশনাল অভিনয়শিল্পীই নন। ফলে ২০১৯-এ মুক্তি পাওয়া সিনেমার পর তিনি আর কোনও অভিনয়ই করেননি। বিদেশি উন্নয়নমূলক সংস্থায় চাকরি করতেছেন বর্তমানে।
সিনেমার ইংরেজি নাম You Will Die at 20.
—ইলিয়াস কমল ০৩ জুন ২০২৪
- বাংলাদেশের সিনেমা নিয়া আমি লিখতে আগ্রহী || ইলিয়াস কমল - October 1, 2025
- সিনেমার চিরকুট ২৬ - September 24, 2025
- স্টারকিডের স্টারডম ও বলিউডের আগডুম বাগডুম || ইলিয়াস কমল - September 19, 2025
COMMENTS