বঙ্গঠসা

বঙ্গঠসা

[মাইকেলের প্রয়োজনীয় অনুমতি নিয়ে প্যাট্রিয়োটিক্ এই প্যারোডি নির্মিত হইসিলো ২০১৭ সনে বেঙ্গল ফাউন্ডেশনের কথিত বেঙ্গল সংস্কৃতি উৎসব সিলেট অধ্যায় চলাকালে]

হে বাংলাদেশিয়া, ভাণ্ডারে তব বিবিধ রতন; —
তা সবে, (বেকুব তুমি!) বিছড়াও পশ্চিমের ধন
পোষা গরু হয়া খালি খৈল খাও আর ভুষি
ইন্ডিয়ামাতার থানে সাষ্টাঙ্গ শুয়ে থেকে খুশি

তিষ্ঠ ক্ষণকাল, সোনা, ভাবো তুমি কিসের লাগিয়া
কায়মনোবাক্যে হেন করিতেসো পরদেশি গীতিনৃত্যক্রিয়া
মাইকেলমেসেইজ্ থেকে শিক্ষা তুমি নিবা না তবে?
কেলিছো শৈবালে কেন ভুলি স্বীয় স্বর্ণতীর্থ পুবে!

দ্যাখো, কত আর কাটাইবা কাল কূপকিনারায়
রে অজ্ঞান, বলিছে বাবুই ডেকে, আয়, ফিরি আয়
কাঁচা হোক তবু খাসা নিজেরই তো ঘর
চড়ুইবিধানে নেই শিল্পীর ক্ষীণ কণ্ঠস্বর

মোসাহেবি পরিহরি নিজের এপিক্ নিজে কর্ মুসাবিদা
বাংলাদেশগাঁয়ে কেন অরিজিৎ-অনুপমে এত তুই ফিদা?
আজিকালি দেখি তুই ইন্ডিয়ার স্নেহধন্যি ইভেন্টম্যানেজার
রিঙ্গোকাণ্ড ভুলে গেলি? বিন্দিয়া রে! বেনিয়া ন্যাচার …

কেবল ভাষাই নয়, আছে ঢের বোঝাবুঝি হিসাবনিকাশ
আটলান্টিকতীরে দ্যাখ সমভাষা সত্ত্বেও নয় কেউ কারো দাস
তুই তবু মুচকুন্দ্ দুবে এনে বানাইবি লালনের ত্রাতা!
বাংলাদেশি বৃষ্টিদিনে বেচাবিকি করে যাবি ইন্ডিয়ান ছাতা!

পারিস যদি নিজের বেচাবিকি নিজে বাজারে নিয়া যা
নিজের গান নিজের গদ্য নিজের ম্যুভি তারস্বরে বাজা
আল্লার দোহাই লাগে এখনও পরের দ্বারে বন্ধ কর্ ধর্ণা
অবিলম্বে বন্ধ কর্ যত অলীক কুনাট্যপূর্ণ যৌথ প্রযোজনা

গাজোয়ারি নিন্দা নয়, নিন্দাও ছদ্মবেশে প্রশংসা জানিবি
নিজস্ব পুরাণ পেতে ঘেঁটে দ্যাখ শত শত বল্মীকের ঢিবি
ঈশ্বর-অনীশ্বর ফেলে এইবার শুরু কর্ মনু সহি পোলেমিক্স
ক্রিকেটকবিতা ছাড়াও রোজ তব গোঁয়া মারে কর্পোরেটোটিক্স

কত ঢঙে ডাকি তোরে : রে মম তর্কালঙ্কার, কাব্যবিনোদ, মগজমঞ্জুষা!
হাবাগোবা, রা কাড়ে না, আইটেমগানায় ফাল পাড়ে, ব্যাটা আস্ত ঠসা!
আহাউঁহু করে দ্যাখো শোনামাত্র পুরাতনী জীবনমুখো স্লোগ্যান্
আজম খানের দেশে এবে কে হাঁকিবে এসে ‘হেই সামালো ধান …

COMMENTS

error: