শুভ জন্মদিন কবি ডেভিড সজ্জন বিপ্লব!
অরিজিনাল বলে শিল্প-সাহিত্যে যেই ব্যাপারটা প্রতিষ্ঠিত আছে, সেইটার রেফারেন্স হিসাবে আমার আপনাকে দেখা ও পড়া; প্রিয় ডেভিডভাই!
আপনি বলছিলেন “চাই কবিতায় থাকেন — আর কমপক্ষে এই কবিতায় সম্পর্কিত থাকি”।
দেড় যুগ আগের কথা।
আর দেখতাম প্রচুর কবিদের, শিল্পীদের, লেখকদের সাথে একটা সুস্থ সামাজিক সম্পর্কের মধ্যে আপনার প্রায় সাবলীল একটা ফিট হইয়া যাওয়া চরিত্র। ওই-ই আমার ঢাকার সাহিত্য-সমাজকে প্রথম অবলোকন করা।
প্রতিষ্ঠানবিরোধিতার হস্তগত রূপটি ’৯০-এর কবিদের সাথে প্যারালালি আমাদেরও একটা মেনিফেস্টো সেট কইরা দিতে ‘সহায়তা’ করছিল। সহায়তা বললাম, কারণ স্পষ্ট কইরাই এখন জানি প্রতিষ্ঠানবিরোধিতা আদতে লক্ষ্যহীন বাম-ঘেঁষা কোনো অহেতু রাজনৈতিক অবস্থানে থাইকা বেটার সাহিত্য নির্মাণ নয়, বরং সত্য সত্যই স্পিরিটেড একটা বেটার রাজনৈতিক অবস্থানে থাইকা বেটার সাহিত্য নির্মাণ।
কবিতাকে অল্টার-ইগো বললে একটু ক্লিশে ও অনাধুনিক শোনায়, তবে আঞ্চলিকতার যেই অল্টার-ইগো বাংলা কবিতায় রিপ্রেজেন্ট হচ্ছিল, আপনার কবিতায়ও, ভাষাবাহিত হয়ে, তারে শুধুই আঞ্চলিকতা বলতে আমার আপত্তি আছে। না-প্রমিত বলাটাও কিছুটা ভুল। বরং, একটি সুসংহত কাঠামো নেয় এই ভাষা, যাকে কোনো অঞ্চলীয় বর্গে নির্দিষ্ট করা যায় না। অথচ তা আঞ্চলিকতারই অল্টার-ইগো! এত অসামান্য সেই ভাষা!
মিউজিক, চিত্রকলা ও ফিল্ম বিষয়ক আমাদের রাতের পর রাত আড্ডাগুলি, তর্কগুলি, স্বপ্নগুলি নিতান্তই আমরা কবি বইলা জুয়ার মতো যে উড়াইতে পারছি, সেই ঢাকা চইষা বেড়ানো স্মৃতির প্রতি, আপনার প্রতি, আমি ও আমরা দায়বদ্ধ ডেভিডভাই।
আপনার এডিটোরিয়াল ও অথরিটারিয়ান সংশ্লেষ যে আমরা, বিশেষত আমি ভালোবাসা মিশ্রিত দায় হিসাবে, সুপরামর্শ হিসাবে, অনুজ বা ফেলো হিসাবে, মাথা পেতে গ্রহণ করতাম, করতে পারতাম; এই গুণ কেবলই আমার নিজগুণ নয়।
থ্যাংক য়্যু ডেভিডভাই!
আপনার সাবলীল ও আনন্দে থাকা, এবং আরও অন্তত তিনটা কবিতার বই প্রকাশিত হওয়া, প্রেমপূর্ণ দীর্ঘ জীবন অতিবাহিত করা কামনা করি। সেলিব্রেশন টু য়্যু ডিয়ার পোয়েট ডেভিড সজ্জন বিপ্লব!
শুভ জন্মদিন!
(কবি ডেভিড সজ্জন বিপ্লব। প্রকাশিত কাব্যগ্রন্থ : ‘আলাদা তারের এ্যাকত্র ঝনঝনা’। প্রকাশকাল : ২০০৬। এই বই কোথাও পাওয়া যাবে না। কেউ পড়তে চাইলে কবিকে যদি জানান, তাহলে ব্যবস্থা হইতে পারে। উনাকে এই পোস্টে ট্যাগ করা আছে। আমাকে জানালেও আমি হেল্প করতে পারব। — আ.ফা. ।। ০৯/০৯/২০২৩)
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS