তুমি শাউয়া ঘাসের গোড়া
না-হলেও তো থোড়া থোড়া
ধান্দাবাজের বাপ
পল্টি নিতে নিতে এইবার
বুঝবা ঠ্যালা আকার-ইকার
ইতিহাসের ঠাপ।
তোমার মনে এসেংতেসেং
দুপুরবেলায় মারতেসে ল্যাং
কন্নিভূতের কনুই
নিরাই শ্রীরাই বিকালবাতাস
তুমি শাউয়া কালের খাটাশ
সুগন্ধথইথই।
দিন তো গয়ংগচ্ছ তবু
তুমিই তীর্থ কল্পপ্রভু
সকল কাজের কাজি
জিহ্বা পাছা পেট
তুমি লিটারেরি লরিয়েট
পরোটায় ডিমভাজি।
বিভিন্ন মজমায়
তোমায় দেখতে পাওয়া যায়
থাকো গম্ভীর থমথম
শুধু ফাল্গুন মাস এলে
একটু খুশির আভাস খেলে
বেচাবিকি কিসু কম।
মলম বেচার সময়
নিন্দা লজ্জা ভয়
এসব মন থেকে করো পরিহার
সিকোফ্যান্টিক আচরণে
এই ভুবনডাঙার বনে
অ্যাওয়ার্ড লাভের মিলবে অঙ্গীকার।
কিলঘুষিচড়থাবা
খাইতে হইলে খাবা
চাইরপাঁচছয়সাত
যদি ঠিকঠাক লাইনঘাট
থাকে তেলপানি পরিপাট
সবাই তোমায় তেলাতে শুরু করবে অকস্মাৎ।
তুমি তৃণমূলের কমিটিমেম্বার
হাজারতেইশে তোমার জন্যে নেট বরাদ্দ মঞ্চে একটা চেয়ার।
কবি তুমি, নিম্রা বিলাই, হৃদয় তোমার হাজার বছর কৃতঘ্ন গণ্ডার!
— জাহেদ আহমদ / ২০২৩
রিলেটেড রচনারা
গ্রাসরুটসের গান ১ থেকে ৯
সাহিত্যমেলা নিয়া দু-চার কথা
জেলায় জেলায় বিভাগে বিভাগে সরকারি সাহিত্যমেলা
প্রশাসনের সাহিত্যমেলা আয়োজন ও বয়কটকারীদের অবস্থানপত্র
- ট্র্যান্সজেন্ডার ও সমানাধিকার || আফসানা কিশোয়ার - November 28, 2023
- একা || মূল :: পাওলো কোয়েলো, তর্জমা :: জাকির জাফরান - November 28, 2023
- গোলাপের নামঠিকানা || আল ইমরান সিদ্দিকী - November 28, 2023
COMMENTS