দুর্গাপূজা ২০২২ : সুর ও অসুরের স্বরূপ বিনির্মাণ || কাজল দাস

দুর্গাপূজা ২০২২ : সুর ও অসুরের স্বরূপ বিনির্মাণ || কাজল দাস

পশ্চিমবঙ্গের বহরমপুরে একটা পূজামন্ডপের ছবি দেখলাম। গুগল করে দেখলাম ঠিক আছে। মা দুর্গার কোলে নিহত ভারতের এক জওয়ান। এই পূজা ওপারের হিন্দু ও ভারতবাসীর কাছে খুবই প্রশংসিত হইছে।

আমি শুধু ভাবলাম, প্রতিবছর এই দেশে কতশত সীমান্তহত্যাকান্ড হয়। সব কয়টাই করেছে এই ভারতীয় জওয়ানরা। দুয়েকটা মিয়ানমার বাদে।

বাংলাদেশের কোনো পূজামন্ডপে যদি মা দুর্গার কোলে নিহত, কাঁটাতারে ঝুলানো ফেলানি থাকত আর অসুরের প্রতীক হিসেবে ভারতীয় জওয়ান থাকত তাহলে কেমন হতো?

অবশ্য এই সৎ সাহস কোনোদিন এই দেশের হিন্দুরা দেখাতে পারবে না। ইভেন তাদের ভারতপ্রীতির কারণে এটা ভাবতেও যাবে না।

কিন্ত ঐ দেশে ঠিকই দুর্গার কোলে নিহত জওয়ান দেখিয়ে একচোট সমবেদনা আদায় করে নেয়া গেছে। সেইসাথে সাম্প্রতিক সময়ে যে-যে দেশের সাথে খেলতে গিয়ে জওয়ান নিহত হয়েছে তাদের বিরুদ্ধে সেন্টিমেন্ট আদায় করা গেছে।

চাক দে ইন্ডিয়া  থেকে শুরু করে এইসব দেবীপ্রতিমার স্বরূপ নির্মাণ ইন্ডিয়ানরা করেই থাকে মূলত তাদের জাতীয়তাবাদরে ধরে রাখার জন্য।

তাইলে ফেলানী হত্যার প্রতিবাদে আমার সার্বভৌমত্ব রক্ষায় মা দুর্গার কোলে নিহত ফেলানী আর অসুররূপী ভারতীয় জওয়ান রাখার কথা ভাবতে পারি না কেন আমরা?


কাজল দাস রচনারাশি
গানপারে দুর্গাপূজা

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you