সিনেমানাম : জ্যেষ্ঠপুত্র ।। রিলিজ : ২৬ এপ্রিল ২০১৯ ।। পরিচালনা : কৌশিক গাঙ্গুলি ।। সিনেমাটোগ্রাফি : শীর্ষ রায় ।। সংগীত : প্রবুদ্ধ ব্যানার্জি ।। ভাষা : বাংলা ।। কান্ট্রি : ইন্ডিয়া
গল্প, পরিচালনা এবং এসবের সঙ্গে তাল মিলিয়ে যথাযথ অভিনয় — এই তিনের মিশেলে যা হয় তার নাম জ্যেষ্ঠপুত্র। তাহলে এই তিন ভূমিকায় কারা কারা ছিলেন একটু জেনে নেই।
গল্পভাবনা ঋতুপর্ণ ঘোষের। জি, ঋতুপর্ণ ঘোষের গল্পভাবনাকে কেন্দ্র করে চিত্রনাট্য সাজানো এবং পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। আর অভিনয়ের গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী এবং সুদীপ্তা চক্রবর্তী।
ঋত্বিক চক্রবর্তীর ভক্ত হয়েছি মূলত ‘বাকিটা ব্যক্তিগত’ সিনেমা দেখে। অভিনয়ে এই সিনেমায় মনে হলো ‘টালিউডের অমিতাভ বচ্চন’ বুম্বাদাকেও ছাড়িয়ে গেছেন ঋত্বিক।
হ্যাঁ, আবারও বলছি, এই সিনেমায় প্রসেনজিৎকে অভিনয়ে ছাড়িয়ে গেছেন ঋত্বিক! আর সুদীপ্তা তার ওই সামান্য চরিত্রকে যে কতখানি অসামান্যতায় নিয়ে গেছেন শুধুমাত্র তার অভিনয় দিয়ে — তা সিনেমাটা না দেখলে বোঝা যাবে না।
আমার অবশ্য আরেকটি চরিত্র ভালো লেগেছে। ব্যক্তিত্বের দৃঢ়তা, স্পষ্টতা, একইসাথে কোমলতা আর প্রেমের মিশেলে তিনি তার চরিত্রটিকে এমন একটি জায়গায় নিয়ে গেছেন, যা না থাকলে জ্যেষ্ঠপুত্র পূর্ণতা পেত কি না তা নিয়ে আমার সন্দেহ প্রচুর। তিনি গার্গী রায়চৌধুরী।
জ্যেষ্ঠপুত্র একটা অসাধারণ সিনেমা।
… …
- ইচ্ছেশ্রাবণ ৬ || বিধান সাহা - August 26, 2020
- ইচ্ছেশ্রাবণ ৪ || বিধান সাহা - July 25, 2020
- ইচ্ছেশ্রাবণ ৩ || বিধান সাহা - July 15, 2020
COMMENTS