দেখোয়াড়ের দিনপত্রী || রবিন দাস

দেখোয়াড়ের দিনপত্রী || রবিন দাস

সৃজিত মুখার্জির এক সুন্দর সৃষ্টি হচ্ছে শাহজাহান রিজেন্সি।  কে নেই এই ছবিতে? সবাই আছে — অঞ্জন দও, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক, পল্লবী চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, মমতাশঙ্কর, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, ঋতিকা সেন প্রমুখ।

২ ঘণ্টা ৩৩ মিনিটের ছবিতে একটুও বিরক্তির ভাব আসেনি। যতক্ষণই দেখছিলাম, দেখতেই থেকেছি।

এই ছবিটি সম্পর্কে কিছুই বলব না, আপনারা দেখুন, দেখলেই বুঝবেন।

ছবিতে এই কথোপকথন অনেক ভালো লেগেছে  —

অর্ণব : — একদিন আরো বয়স হবে, হাতের মতো মুখের উপরও নানা রেখার কাটাকুটি খেলা চলবে, তখন অনেক টাকা থাকলেও বেড়াতে যেতে পারব না, দামি আইপ্যাড থাকলেও ট্র্যাভেল ব্লগ লিখতে পারব না, সোনায়-বাঁধানো গিটারে একটা ভালো প্রোগ্রেশন খেলবে না, আর একটা জঙ্গলে ক্যামেরা নিয়ে চুপচাপ বসে থাকতে পারব না, কখন একটা কমন গ্রিন ম্যাগপাই কাঁধে বসে মাথায় বসবে, এসব কাকে বলব তখন, এ-দুঃখ কে নেবে…?

আমার সঙ্গে বুড়ো হবে কমলিনী…??

কমলিনী : — বৈশালীতে খুব ঝামেলা হচ্ছিল জানো…? বন্ধুতে বন্ধুতে হুমড়া ঝামেলা নিয়ে বিবাদ, তাই রাজা নিয়ম করলেন যে হবে নগরভূতো সব্বার সে তার রাতের সঙ্গীকে বেছে নিতে পারবে, কিন্তু সারাজীবনের জন্য কোনো-একজনের সঙ্গে থাকতে পারবে না।

শাহজাহান রিজেন্সি   দেখে উঠে ব্যক্তিগত উপভোগের বিবেচনায় আমি একে ৮/১০ রেটিং দিচ্ছি।

দেখতে পারেন এই গৃহ-অন্তরীণ অত্যাবশ্যক কর্তব্য পালনের কোয়ারেন্টিনটাইমে শাহজাহান রিজেন্সি  সিনেমাটা। খারাপ লাগবে না বোধহয়।


চলচ্চিত্রনাম : শাহজাহান রিজেন্সি।  ভাষা : বাংলা। পরিচালক : সৃজিত মুখার্জি। কান্ট্রি : ইন্ডিয়া


রবিন দাস। মিউজিক ও ম্যুভিভোক্তা। থাকেন শহরেই, সিলেটে। বাংলাদেশ

… …

রবিন দাস

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you