সৃজিত মুখার্জির ছবিগুলো যতই দেখছি রীতিমতো উনার ফ্যান হয়ে যাচ্ছি। এত সুন্দর করে এত যত্ন করে ছবির কারুকাজ করেন তা আসলেই শিল্প। ঘোষণা দিলাম আজ থেকে আমি উনার ডাইহার্ড ফ্যান হয়ে রইব।
সৃজিত মুখ্যার্জির পরিচালনায় এটি — ভিঞ্চিদা — একটি সাইকোলোজিক্যাল মিস্ট্রি ঘরানার ক্রাইম থ্রিলার ধাঁচের ম্যুভি।
ছবিটির মূল চরিত্রে রয়েছেন ভিঞ্চিদা এবং আদি বসু নামের দুইজন মানুষ। আদি বসু ছোটবেলাতেই তার বাবাকে হত্যা করে এবং জেলেও যায়; কিন্তু আইনের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল, সে ভাবত বড় হয়ে সে ক্রিমিন্যাল ল-ইয়ার হবে। এদিকে মেকাপআর্টিস্ট ভিঞ্চিদা সর্বত্র অবহেলিত; লোকে বলে সে নাকি তার বাবার টলিপাড়ার পরিচিতি ভাঙিয়ে খাচ্ছে। একদিকে শিল্পীসত্তার প্রতি বিশ্বাস অন্যদিকে প্রেমিকা জয়াকে সঙ্গী করে সুখের ঠিকানা খুঁজে ফেরা, — এই নিয়েই ভিঞ্চিদার জীবন।
সাদাসিধে এই ভিঞ্চিদার জীবনে হঠাৎই আবির্ভাব ঘটে আদি বোসের। নিজেকে ক্রিমিন্যাল ল-ইয়ার বলে দাবি করে সে। এছাড়া রয়েছে এক অনুসন্ধানী চরিত্র ইন্সপেক্টর পোদ্দার।
চরিত্রগুলির আসাযাওয়া কীভাবে প্রভাবিত করে ভিঞ্চিদার জীবন, সিনেমা জুড়ে সেই গল্পই বলছে নামচরিত্রটি। এসবের ব্যাকগ্রাউন্ডে সমান্তরালভাবে চলছে খুন, ধর্ষণ, ডাকাতি, চোরপুলিশখেলা, আরও কত কী!
সিনেমার চিত্রনাট্য অত্যন্ত সুগঠিত। সংলাপনির্মাণ ও ঘটনাবিন্যাসে ম্যাচিউরিটি নজর কাড়ে। এমনিতে সংলাপ প্রক্ষেপণে তো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না সহজে। একটি কথা আলাদাভাবে গেঁথে আছে আমার মনে, কথাটা ছায়াছবিটির চরিত্র ভিঞ্চিদার মুখ থেকেই শোনা :
— জানেন তো, একটা ছবি আঁকার সময় সাদা ক্যানভাস আর শিল্পীর বোঝাপড়াটা-না প্রেমিকের সঙ্গে প্রেমিকার চামড়ার সম্পর্কের মতো!
ম্যুভিটা আপনি বা আপনারা আমি নিশ্চিত ইতোমধ্যে দেখেই নিয়েছেন। যদি না-দেখে থাকেন তবে দেখে নেন জলদি। সিনেমা দেখে দেখনদারিত্বের একটা মার্কিং যদি দিতেই বলা হয়, মানে রেটিং বলে যেটাকে, আমি তাহলে ভিঞ্চিদা ছায়াছবিটাকে দশে দেবো নয়। মানে ৯/১০ তো হায়ার গ্রেইড অফ রেটিং। আপনি হয়তো লোয়ার দিবেন, সমস্যা নাই। বিবেচনা যার যার তার তার। শুধু বলি, বিচারের আগে দেখাটা সারুন শান্তিভরে।
চলচ্চিত্রনাম : ভিঞ্চিদা। ভাষা : বাংলা। পরিচালক : সৃজিত মুখার্জি। কান্ট্রি : ইন্ডিয়া। কাস্টিং : রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, ঋদ্ধি সেন, সৃজিত মুখোপাধ্যায় গান : অনুপম রায় ব্যাকগ্রাউন্ডস্কোর : ইন্দ্রদীপ দাশগুপ্ত রিলিজকাল : ২০১৯
রবিন দাস। মিউজিক ও ম্যুভিভোক্তা। থাকেন শহরেই, সিলেটে, বাংলাদেশে।
… …
- দেখোয়াড়ের দিনপত্রী ৪ || রবিন দাস - April 12, 2020
- দেখোয়াড়ের দিনপত্রী ৩ || রবিন দাস - April 7, 2020
- দেখোয়াড়ের দিনপত্রী ২ || রবিন দাস - April 5, 2020
COMMENTS