দূর ভবিষ্যতের দ্বন্দ্বসংঘাত || আমজাদ সুজন

দূর ভবিষ্যতের দ্বন্দ্বসংঘাত || আমজাদ সুজন

শেয়ার করুন:

ডেনিস ভিলনেভ পরিচালিত এই সায়েন্স ফিকশন চলচ্চিত্রটি ফ্রাঙ্ক হারবার্টের বিখ্যাত উপন্যাস Dune-এর প্রথম ভাগ অবলম্বনে তৈরি হয়েছিল Part one.

দূর ভবিষ্যতের গ্যালাক্সিতে গল্পটি আবর্তিত হয় মরুভূমির গ্রহ আরাকিসকে কেন্দ্র করে। আরাকিস হলো মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ ‘স্পাইস মেলাঞ্জ’-এর একমাত্র উৎস। এই স্পাইস মহাকাশভ্রমণ ও মানসিক শক্তি বৃদ্ধির জন্য অপরিহার্য।

সম্রাট গ্রহটির শাসনভার দেয় হাউস অ্যাট্রেইডিস পরিবারকে, যেখানে তরুণ পল অ্যাট্রেইডিস ভবিষ্যতের রহস্যময় স্বপ্ন দেখতে শুরু করে।

অ্যাট্রেইডিস পরিবার সেখানে গেলে পুরোনো শত্রু হাউস হারকোনেন প্রতিশোধ নিতে ফিরে আসে, শুরু হয় রক্তক্ষয়ী ষড়যন্ত্র ও যুদ্ধ।

পল ও তার মা লেডি জেসিকা মরুভূমির রহস্যময় জাতি ফ্রেমেনদের সঙ্গে যোগ দেয়। ধীরে ধীরে স্পষ্ট হয়, পল ভবিষ্যদ্বাণীকৃত এক ‘মসীহ’, যে আরাকিস ও গোটা মহাবিশ্বের ভাগ্য পরিবর্তন করবে।

চলচ্চিত্রটি ডিউন গল্পের কেবল অর্ধেক তুলে ধরেছে, আর বাকিটা Dune: Part Two (2024)-এ শেষ হয়।

আবারও part 1 সহ part 2 দেখা শেষ হতে সময় লাগল। একটানা দেখতে পারলে আরও ভালো লাগত।


আমজাদ সুজন রচনারাশি
গানপার ম্যুভিরিভিয়্যু

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you