দীর্ঘ প্রায় দেড় দশকের চেষ্টায় আমরা অবশেষে পুরোপুরিভাবে ‘সার্বজনীন দূর্গা পূঁজা’ থেকে ‘সর্বজনীন দুর্গাপূজা’-য় পৌঁছাতে সক্ষম হলাম।
শারদোৎসব উপলক্ষ্যে প্রতি বছর পাড়ার কয়েকজন উদ্যমী তরুণ পূজার নিমন্ত্রণপত্র, ব্যানার-ফেস্টুন ইত্যাদির ড্রাফট নিয়ে আমার কাছে হাজির হতো; ভুল-ত্রুটি পরিমার্জন করতে। ঠিকঠাক করে দেওয়ার পরও দেখা যেত একটা-না-একটা ভুল কোথাও-না-কোথাও থেকেই যেত। দেখা গেল—চিঠিতে ‘সর্বজনীন দুর্গাপূজা’ লেখা হলেও ব্যানারে সেই ‘সার্বজনীন দূর্গা পূঁজা’ ঠিকই জেঁকে বসে আছে! পরের বছর হয়তো ঘটল উলটো ঘটনা। কিছুতেই যেন ছাপাখানার ভূতের হাত থেকে নিস্তার মেলে না!
প্রথম প্রথম যখন ‘সর্বজনীন দুর্গাপূজা’ বানান চালু করতে চাইলাম, তখন পাড়ার কয়েকজন তীব্র আপত্তি তুললেন। তরুণ-যুবারা মেনে নিলেও বয়োবৃদ্ধ কয়েকজন অনড়! না, কিছুতেই হতে পারে না। তারা সার্বজনীন দূর্গা পূঁজারই পক্ষে। উদ্ভুত পরিস্থিতিতে একটি নয়, দুটি নয়, কয়েকটি অভিধান নিয়ে বসতে হলো। তবু কেউ কেউ বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধান, সংক্ষিপ্ত বাংলা অভিধান প্রভৃতির দিকে সুতীক্ষ্ণ ভ্রুকুটি হেনে বলতেন, “এগুলো তো হাল-আমলের অভিধান। পুরনো দিনের একটা দেখাও দেখি!” অতঃপর রাজশেখর বসুর চলন্তিকা ও হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষেও ভ্রমণ করতে হলো!
এবার শরতের বাতাসে পুজো পুজো গন্ধ যেন ভাসছে একটু আগে থেকেই। পাড়ার বারোয়ারি পূজার প্রস্তুতিও যেন আরম্ভ হয়ে গেল একটু আগেভাগেই। উকিলপাড়া সর্বজনীন দুর্গাপূজা সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী। জ্ঞান হওয়ার পর থেকেই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আনন্দ-বেদনার কত স্মৃতি যে এর সঙ্গে বিজড়িত! কী উৎসাহ উদ্দীপনা! স্কুলের বার্ষিক পরীক্ষা সমাগত, তবু সবকিছু উপেক্ষা করে সর্বান্তকরণে ঝাঁপিয়ে পড়তাম!
কিন্তু ছেলেবেলার মতো এখন আর এইসব আয়োজনে জড়িত হওয়া একদমই হয় না। গত বছর সুনামগঞ্জেই ছিলাম না। এবার যদিও বাসায় আছি, তবু এখনও যাইনি মণ্ডপের ভিতরে। তবে মনে মনে এখনও হারানো শৈশব-কৈশোরকে খুঁজে ফিরি! পাড়ার আগের সেই সুদৃঢ় সামাজিক বন্ধনটি আর নেই। আগের সেই মানুষও নেই। যদিও উদযাপন কমিটির আন্তরিকতার ঘাটতি নেই, তবু দূরে থাকাই শ্রেয় মনে করি।
পাড়ার পূজার এবারের আলোকসজ্জা বেশ মনোমুগ্ধকর। বেশ কয়েকটি তোরণও নির্মিত হয়েছে দেখলাম। চিত্তাকর্ষক নিমন্ত্রণপত্র অনেক আগেই পেয়েছি। ভেতরে-বাইরে সর্বত্রই এবার দেখি ‘সর্বজনীন দুর্গাপূজা’!
সবাইকে শারদীয় শুভেচ্ছা।
০২ অক্টোবর ২০২৫
কল্লোল তালুকদার রচনারাশি
- আরামকেদারা, ভূমি ও বাবার গান || কল্লোল তালুকদার - October 23, 2025
- ভেতরে বাইরে সর্বত্রই সর্বজনীন দুর্গাপূজা || কল্লোল তালুকদার - October 2, 2025
- আমার গ্রামিক মন আমার নাগরিক জীবন || কল্লোল তালুকদার - September 27, 2025

COMMENTS