আমাদের গ্রামের নাম আমাদের নদীর || কাজল দাস

আমাদের গ্রামের নাম আমাদের নদীর || কাজল দাস

শেয়ার করুন:

এই জনপদের দুইটা জিনিসই সুন্দর ছিল। এই দুটিই আমরা হারিয়ে ফেলেছি। একটি হলো নদী আর আরেকটি হলো গ্রাম। এই জনপদ তার সবচেয়ে অমূল্য দুইটি সম্পদ হারিয়ে ফেলছে। ২০০৪ সালেও আমি আমার গ্রামের নদীতে সাঁতার কেটেছি। এখন সেখানে বর্ষাকালেও পানি থাকে না।

নদী আর গ্রামের নামগুলোও অনেক সুন্দর ছিল।

আমাদের নদীর নাম ছিল ডালিয়া
গ্রামের নাম ছিল কলকলিয়া।

আপনাদের কার গাঁয়ের নাম কী, কোন নদীর পাড়ে বসতি ছিল?


কাজল দাস রচনারাশি

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you