এই জনপদের দুইটা জিনিসই সুন্দর ছিল। এই দুটিই আমরা হারিয়ে ফেলেছি। একটি হলো নদী আর আরেকটি হলো গ্রাম। এই জনপদ তার সবচেয়ে অমূল্য দুইটি সম্পদ হারিয়ে ফেলছে। ২০০৪ সালেও আমি আমার গ্রামের নদীতে সাঁতার কেটেছি। এখন সেখানে বর্ষাকালেও পানি থাকে না।
নদী আর গ্রামের নামগুলোও অনেক সুন্দর ছিল।
আমাদের নদীর নাম ছিল ডালিয়া
গ্রামের নাম ছিল কলকলিয়া।
আপনাদের কার গাঁয়ের নাম কী, কোন নদীর পাড়ে বসতি ছিল?
কাজল দাস রচনারাশি
Latest posts by গানপার (see all)
- আমাদের গ্রামের নাম আমাদের নদীর || কাজল দাস - November 19, 2025
- লোককবি মনির নূরী ও তাঁর গান || জফির সেতু - November 19, 2025
- উপন্যাসে শহুরে জীবনের ক্লান্তি ও বিপন্নতার বোধ || হারুন আহমেদ - November 16, 2025

COMMENTS