গবেষক, সাহিত্যসম্পাদক শানজিদ অর্ণব বণিক বার্তার সাময়িকী সিল্করুটকে অন্য মাত্রায় নিয়ে গেছেন।
বণিক বার্তার সাপ্তাহিক সাময়িকী সিল্করুট এবং ঈদসংখ্যা বরাবরই অনন্য। উপন্যাস, নভেলা, থ্রিলার, ছোটগল্প, মুক্তগদ্য, গবেষণা, ফিচার সহ সাহিত্যের সবগুলো শাখার স্থান হলেও সম্পাদক কবিতা রাখেননি। কেন রাখেননি? নিশ্চয়ই সম্পাদকীয় প্যানেলের একটা উদ্দেশ্য কিংবা কারণ আছে। যা নেই তা নিয়ে কথা বলার কিছু নেই।
তবে সংকলনভূক্ত প্রত্যেকটি গদ্যই গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র সহ ইতিহাস ও ঐতিহ্যনির্ভর এ-ধরনের গদ্য সাধারণত ঈদসংখ্যাতে সংকলিত হয় না। প্রচুর বিজ্ঞাপন থাকা সত্ত্বেও অলংকরণ, ছাপাছাপি ও কাগজের সৌন্দর্যে সংকলনটির পৃষ্ঠা উল্টাতে ভালো লাগে। বলা যায়, সিল্করুট খুব ভালো একটি ঈদসংখ্যা।
আমার অত্যন্ত প্রিয় মানুষ ভজনদা (Bhajan Das) প্রতিবছর সিল্করুট উপহার দেন। প্রীতি ও আন্তরিকতার এই উপহারের জন্য আমি অপেক্ষা করি। অনেক অনেক ধন্যবাদ, দাদা!
সরোজ মোস্তফা রচনারাশি
গানপার ঈদ সংকলন
- আমার স্যার যতীন সরকার || সরোজ মোস্তফা - August 19, 2025
- ইউনুস আলীরা যতীন সরকারের কবি || সরোজ মোস্তফা - August 17, 2025
- কবিতার সাথে বিচরণ কবির সাথে বিচরণ - August 1, 2025
COMMENTS