এখনো বেঁচে আছেন, এ-রকম কয়জন বলিষ্ঠ মুক্তিযোদ্ধারে দেখলে আপনার শ্রদ্ধা জাগবে? আপনি টগবগ করে ফুটে উঠবেন?
আর কাউরে দেখে হোক না হোক, জাফরুল্লাহকে দেখে আমার সেটা সবসময় মনে হতো।
শিক্ষা, চিকিৎসা, বুদ্ধিজীবিতা, শিল্প, সাহিত্য, রাজনীতি — এই সব ক্ষেত্রে এক-দুইজন করে লোক থাকলে দেশটায় এত পচন ধরত না।
২.
উনার এই ছবিটা আমার খুব প্রিয়। কী তাজা আর তাগড়া একজন মানুষ! দেখে মনে হয় এইমাত্র একগামলা ভাত সানকিতে নিয়ে খেয়ে উঠেছেন তিনি। সব দায়িত্ব একা নিজের কাঁধে নেয়া পিতার মতো লাগে। কী চ্যাপ্টা বোতামখোলা বুক আর সুখদোলানো নির্ভার হাসি!
এই লোকরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইলে লুঙ্গি আর শার্ট পরে অনায়াসে জাতিসংঘে গিয়ে আমেরিকা আর তার দোসরদের চড়থাপ্পড় দিয়ে আসতে পারত।
আফসোস, অনেককিছুই পাওয়া হলো না আমাদের!
৩.
বিদায় বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ!
বিদায় চির-উন্নত শির!
Latest posts by গানপার (see all)
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS