লালনের গানের লগে নাচ || তুহিন কান্তি দাস

লালনের গানের লগে নাচ || তুহিন কান্তি দাস

শেয়ার করুন:

এই নিবন্ধের শুরুতে একটি ভিডিও শেয়ার করছি, যেখানে দেখা যাবে একজন বাউল গাইছেন এবং গানের তালে তালে তার শরীর নেচে উঠছে। একবার ভাবেন জড়সড়ভাবে লালনের গান গাইলে কেমন হইত? যিনি গাইছেন তিনি কোনো নাচিয়ে না, তবুও শরীরে তালের উসকানিতে নাচতে হয়৷ কখনও চেতনে কখনো অবচেতনে৷ গানের তালে শরীরে যদি নাচের মুদ্রা ভর না করে সে-গান অপূর্ণ থাকে। প্রাণ পায় না।

ফরহাদ মজহার সাহেবের এই বিষয়ে বিস্তর জানার কথা৷ তিনি কেন বললেন, “লালনের গানে নাচ যায় না, এটা ক্ষতিকর”, তা আমি জানি না, তবে আমি এই কথার সঙ্গে একমত না৷ যে-কোনো বিষয়ের আলোচনা-সমালোচনা থাকতে পারে তবে আজগুবি কথাবার্তাকে কুতর্ক বলে৷ প্রতিবাদ জানাই মনগড়া লালনের ব্যাখ্যার৷

আমি জানি বাউল গান মানেই খালি তত্ত্ব-দর্শনের অনুসন্ধান না, বাংলা বাউল গান মানেই কথা, সুর আর তালের উদ্দীপনা। ভেতরে কথায় তত্ত্ব-দর্শন। শুনলেই গায়ে তালের ঝর্ণা কলকলাইয়া বইতে থাকে। বাউল গান, আমাদের শেকড়ের গান এমনই একরকম ওষুধের মতো৷

দেহতত্ত্ব আর পরমতত্ত্ব ভাব মিলনের আকাঙ্ক্ষা থেকে পরমের সন্ধানে প্রেম অঙ্গীয় লালনের এই গান। খালিচোখে প্রেমের গান মনে হইলেও এর ভেতরের তত্বকথা কিন্তু পরমের আকাঙ্ক্ষা আর্তনাদে রূপ নিয়েছে। দরদমাখা কণ্ঠে কী চমৎকার গায়কী!

পাগল বাউলের কণ্ঠে প্রথম শুনলাম এই গান। চমৎকার, অসধারণ। এক কথায়৷

যার জন্য হয়েছি রে দণ্ডধারী
বলো স্বরূপ কোথায় আমার
সাধের পেয়ারি…

শ্রদ্ধায় স্মরণে ফরিদা পারভীন, ২৫ সেপ্টেম্বর ২০২৫, টিএসসি।


তুহিন কান্তি দাস রচনারাশি
গানপারে লালন সাঁই

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you