মিশন ইম্পসিবল শীর্ষক শোনামাত্র যে কেবল বাস্তব থেকে এক আলোকবর্ষ দূরের গল্প মাথায় আসে তা নয়, সেই সঙ্গে যুক্ত হয় অবিশ্বাস্য অ্যাকশন। যে-অ্যাকশন ১৯৯৬ সাল থেকে ইথান হান্ট অর্থাৎ টম ক্রুজ় নিজেই করছেন। এই বাষট্টি বছর বয়সে যে স্টান্ট করা প্রায় মৃত্যুকে পরোয়ানা দেওয়ার মতোই (মধ্যবিত্ত বাঙালির এপাশ-ওপাশ করতেই কোমরে খ্যাঁচ লেগে যায় কি না)। তবে টম বছরের পর বছর দিয়েছেন একই উত্তর, জিন কেলি যদি সিনেমার দৃশ্যে নিজেই নেচে থাকেন, তিনি অ্যাকশন করতে পারবেন না কেন! নাচ এবং মারকাটারি অ্যাকশনকে এক বন্ধনীতে এনে টম ক্রুজ় যুক্তিবুদ্ধির যে-পরিচয় দিয়েছেন, তাতে বোঝা যায় এই ফ্র্যাঞ্চাইজ়ের নায়ক তিনিই হতে পারেন। অন্য কেউ ক্লকটাওয়ারের ঘড়ির কাঁটা বা ৮০ তলা বিল্ডিংয়ের জানলা থেকে ঝুললে বিশ্বাস করতে কষ্টই হতো।
*ইন্ডিয়ান পাক্ষিক দেশ ২ জুন ২০২৫ সংখ্যায় অংশুমিত্রা দত্ত প্রতিবেদিত টম ক্রুজের মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি দ্য ফাইনাল রেকনিং শীর্ষক ম্যুভিরিভিয়্যুয়ের অংশবিশেষ
গানপার ম্যুভিরিভিয়্যু
- আমাদের গ্রামের নাম আমাদের নদীর || কাজল দাস - November 19, 2025
- লোককবি মনির নূরী ও তাঁর গান || জফির সেতু - November 19, 2025
- উপন্যাসে শহুরে জীবনের ক্লান্তি ও বিপন্নতার বোধ || হারুন আহমেদ - November 16, 2025

COMMENTS