বাঙালি জাতিকে নিয়ে আশা করাটাও মনে হচ্ছে মাতলামি। দেশ ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে। এখন প্রয়োজন সুস্থির থাকা। তার কোনো লক্ষণ দেখছি না। আজ থেকে আবার ফেনীর বন্যা নিয়ে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। ভারতকে ধুমসে গালিগালাজের হিড়িক শুরু করেছেন আমাদের মহান শিক্ষিত সমাজ। হঠাৎ এই বান কেন তার ফ্যাক্ট চেকিংয়ের সময় কারো নেই। ভারতের কিছু গোদি মিডিয়া ভারত পানি ছেড়ে দিয়েছে, জলভাসী বাংলাদেশ কাতর আর্জি জানাচ্ছে ইত্যাদি আজেবাজে খবর দিচ্ছে, আর ওদিকে সেগুলো দেখে সমাজমাধ্যমে পড়ে থাকা আমাদের শিক্ষিত সমাজের মাল মাথায় উঠেছে। ছাগল কবিলেখকের দল ভারতকে দেখে নেওয়ার কর্ণবিদারী হুংকার ছাড়ছেন আরাম কেদারায় বসে। হাসিনা তো দেখছি ঠিকই বলত, গুজবে বিশ্বাস করে ফাও চিৎকার করা ছাড়া এইগুলার আর কোনো কাজ নাই। ওদিকে বিটিভিতে পরিণত মূলধারার গণমাধ্যমে বন্যা নিয়ে আপডেট উধাও! ভাবা যায়! হাসিনা আমলেও এমনটি দেখিনি।
যা-ই হোক, এবার ফ্যাক্টে আসা যাক। পরিষ্কার মনে পড়ছে, চব্বিশের মে-জুনের দিকে যখন সিলেটে বন্যা ও জলাবদ্ধতা দেখা দিলো তখন মূলধারার গণমাধ্যম ভারতের জলবায়ুবিশেষজ্ঞদের বরাতে খবর ছেপেছিল, চলতি বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই-আগস্টের দিকে বড়ো আকারে বন্যার সম্ভাবনা রয়েছে। এল নিনোর কারণে যে-বিপর্যয় তার প্রভাবে ভারতে বন্যা হতে পারে। সেইসঙ্গে বাংলাদেশের মধ্যাঞ্চল সহ বৃহৎ অংশ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আটানব্বইর বন্যায় ঢাকা মারাত্মক আক্রান্ত হয়েছিল। এবারের বানে কামরাঙ্গিরচর সহ বৃহৎ অংশ ডুবে যেতে পারে। ফেনী আর ওদিকে মৌলভীবাজার দিয়ে সেটি শুরু হলো মনে হচ্ছে।
ওদিকে সিকিমে তিস্তায় দ্বিতীয় দফা ঢল নেমেছে। বাঁধ ভেঙে পানি ঢুকছে সেখানে। তার মানে উত্তরাঞ্চলে বন্যা ঠেকানো যাবে না। ভারতের আবহাওয়াবিদ ও জলবায়ুবিশেষজ্ঞদের সতর্কবার্তা, পরিষ্কার মনে পড়ছে, অদ্য বিটিভিতে পরিণত সকল গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। বিপ্লব আর জাতিগঠনের ঠেলায় সবাই এরই মধ্যে ওসব ভুলে গেছে। সমাজমাধ্যম যত দিন যাচ্ছে ভীষণ ক্ষতিকর হয়ে উঠছে। অবশ্য হুজুগে-গুজুবে বাঙালির কাছে এর থেকে বেশি কিছু আশা করা উচিত নয়।
ঈশ্বর, আপনে কোথায়? এই জাতিরে উঠাইয়া নিয়া যান। মানবগ্রহে এদের বেঁচে থাকার কোনো প্রয়োজন দেখতেছি না।
—আহমদ মিনহাজ
তাৎক্ষণিকামালা
সিলেট প্লাবন ২০২২
সিলেট প্লাবন ২০২৪
ডেটলাইন জুন ২০২২
ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ ক্লাইমেট ক্যালামিটি
উন্নয়নের মন, শরীর ও একটি নিহত শহরের জন্য শোকগাথা
- যেভাবে হয়ে ওঠে ‘এসো আমার শহরে’ || শিবু কুমার শীল - March 6, 2025
- Basudeb Dasgupta’s ‘Randhanshala’ The Cooking Place translated by Sourav Roy - March 4, 2025
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
COMMENTS