শাফিন, জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন

শাফিন, জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন

চলে যাওয়া মানে প্রস্থান নয় — বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন-ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
[রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ]

চলে গেলে ঠিকই
কিন্তু তোমারও অধিক কিছু রেখে গেলে
এই না-থাকায়

মৃত্যু তো নতুনতর শুরু

সুরগুলো রয়ে গেল
বহতা বাতাসে একা পাখিটির মতো
সুরগুলো রহিয়া রহিয়া যায়

বাট নয়নসমুখে তুমি নাই, ইট ইজ ট্রু

চলে গেলে ঠিকই, কিন্তু চলে যাওয়ার আগে
রেখে গেলে গানমালা গাঢ় অনুরাগে।
.
.

প্রুফপৃষ্ঠায় লিখি

ধিকিধিকি
আগুন জ্বালিয়েছিল যে-লোকটি
হলো তার ছুটি

দুঃখের নদী বইয়া চলা আশ্চর্য অজানায়
সেই লোকটির গান যেন স্পষ্ট শোনা যায়।
.
.

চাঁদ তারা সূর্য  তো অবশ্যই

নিমকহারাম নই
ফিরিয়ে দাও  অথবা জ্বালা জ্বালা
সাল্সার ম্যাসালা
আমাদের কানে এবং মনে কে এমন করে
পেরেছিল ঢুকাইতে ব্যাপক শোর-মাচানো কৈশোরদুপুরে!

কেবল চাঁদ তারা সূর্য  তো নয়
শাফিনের যাপিত সময়
আমাদের জীবনের সঙ্গী হতে পেরেছে মনে হয়।
.
.

ফিরিয়ে দাও  —

ছবি বিশ্বাসের পরে
আমাদের কর্ণকুহরে
এভাবে বেজে উঠবে কে জানত অতকাল বাদে?

শেখ হাসিনার অত্যাচারের অন্তিম সময়
ক্র্যাকডাউনে যাবার আগে একটানা শাফিন শুনতেসিলাম স্মরণ হয়
ইউটিউবের মৃত্যুসংবাদে

এবার দিগন্তকে বলি, দিগন্ত, বাজাও —
‘কেন তুমি মিছে মায়ায়’ …
শাফিনের গিটারের গান তোমার হার্মোনিকায়।
.
.

আরেকটা শাদা পাতায়
আরেকজন মানুষের কিপ্যাডে বা খাতায়
যেন অবতীর্ণ হই

অবতীর্ণ হই যেন দুরদ সালাম নমস্তসৈ
নিরাই টিগার্ডেনে ঝিঁঝি আর জোনাকির রৈ রৈ
বিকেলের আলোছায়া ভাদ্রবর্ষণলগ্ন জোয়ারভাটায়

জীবনের লীলালাস্য পুনঃপুনঃ অবতীর্ণ হওয়ায়।
.
.

প্র —
এই উপসর্গ
যুক্ত প্রত্যেকটা অ্যালবামে
প্রতিশ্রুতি, প্রত্যাশা, প্রত্যয়, প্রয়াস, প্রবাহ, প্রতিধ্বনি, প্রতিচ্ছবি, প্রবর্তন  প্রভৃতি শিরোনামে

এবার তবে একটা অ্যান্থোলোজি রিলিজ করাই যায়
শাফিন আহমেদের সারাজীবনের প্রতি নিঃশর্ত শ্রদ্ধায়
থাকবে সেখানে শুধু শাফিনের গলায় গান

অ্যান্থোলোজিশিরোনাম হোক, অমোঘ ও অবধারিত, ‘প্রস্থান’!
.
.

তোমারই গাওয়া গানের কলি
ঋণ করে বলি —

কী দিব তোমায় আর
প্রসন্নচিত্ত উপহার
এমনিতেই শোল্ডারে চেপেছে শেখ-হাসিনার-লুটপাটে-লাকড়ি-জোগানো লক্ষকোটি মিলিয়ন বৈদেশিক ঋণ

উৎসর্গ করি তোমায় জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন
আমাদের তরুণদিনের হার্মোনি, প্রিয় মনোজিৎ দাশগুপ্ত শাফিন!
.
.

পথিকার

নাম ছিল কার জানি বাড়িটার?
কার জানি জীবনীটা, নাম পথিকার?

পথ যারা বানাইসিলো বহুকাল আগে
একেলে-ফ্যাসাদে-ফাঁসা তাদের বিচার
করে ফেলবে এক লহমায়, হেন মনস্কাম?

আমরা কী এই বাংলাদেশ চাইসিলাম!

জাহেদ আহমদ


ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু : অজন্ম নক্ষত্র
ট্রিবিউট টু সঞ্জীব চৌধুরী : কান্নাবর্ণ জ্যোছনাছায়া

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you