ফিউরিয়োসা

ফিউরিয়োসা

 

ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ যারা দেখছেন তাদের জন্য পরিচিত এই সিনেমা (ফিউরিয়োসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা)। আগাপাছ চিন্তা না কইরা বসছিলাম যে, অ্যাকশন দেখা যাইবো লোভে। হ্যাঁ, সেই লোভ মিটে গেছে। পসুররররর অ্যাকশন। আর সিনেমা দেখার সময় মনে হইছে, কম করে হলেও দুইশ মোটরসাইটেল মোডিফাই করে বানাইতে হইছে এই সিনেমার জন্য। গাড়িও বানাইতে হইছে অনেকগুলো।

পোস্ট-অ্যাপোকিলিপ্টেড যুগের গল্প দেখতে দেখতে বারবার মনে হইছিলো বিশাল কোনও সাইন্স ফিকশনরে চিইপ্যা রসটা দিয়ে সিনেমা বানাইছে। অ্যাকশন সিনেমা হিসেবে বেশি চিন্তাই করতে চাই না এইসব নিয়ে।

কিন্তু একটা তথ্য গুরুত্বপূর্ণ লাগে সিনেমার বাজার ও এথিক্স বুঝার জন্য; যে, এই সিনেমটাও কান ফেস্টিভ্যালে প্রিমিয়ার হইছিলো। তখন একই সঙ্গে মনে পড়লো ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও কিন্তু একবার সাকিব খানের সিনেমা মুক্তি পাইছিলো বাংলাদেশ প্যানোরমা বিভাগে। মজার না বিষয়টা?

তবে এইটা ম্যাড ম্যাক্সের মতো সফলও না, ভালোও না।
ইলিয়াস কমল


ইলিয়াস কমল রচনারাশি

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you