সহজিয়া বৈষ্ণব ধারার সাধক কবি রাধারমণ দত্তের ‘ভ্রমর কইও গিয়া’ গানটির বাণী কি আমরা ঠিকভাবে গাইছি?
ভারতের পশ্চিমবাংলায় নির্মিত একটি চলচ্চিত্রে (প্রাক্তন) গানটি ব্যবহার করা হয়েছে| প্রখ্যাত শিল্পী সুরজিৎ চ্যাটার্জীর কন্ঠে চলচ্চিত্রে গীত হয় এই গান|
চলচ্চিত্রে যেভাবে গীত হয়েছে তা নিচে দেয়া গেল :
ভ্রমর কইও গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
আমার অঙ্গ যায় জ্বলিয়া।
কইও কইও কইও রে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যাইমু
কৃষ্ণহারা হইয়া|
আগে যদি জানতাম ভ্রমর
যাইবা রে ছাড়িয়া
মাথার কেশর দুইভাগ করি
রাখিতাম বান্ধিয়া|
ভাইবে রাধারমণ বলে
শোনো রে কালিয়া
নিইভ্যা ছিল মনের আগুন
কে দিল জ্বালাইয়া।
এটি একটি বিচ্ছেদ-অঙ্গের গান যেখানে শ্রীমতী রাধারাণী শ্রীকৃষ্ণের বিরহে তাঁর কি দশা হয়েছে তা জানাতে ভ্রমরকে দূত হিসেবে পাঠাচ্ছেন শ্রীকৃষ্ণের কাছে — এ তারই বর্ণনা|
কিন্তু ভণিতাযুক্ত পদে যখন বলা হচ্ছে ‘ভাইবে রাধারমণ বলে শোনো রে কালিয়া’ — তখন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ হয়ে যান| বিচ্ছেদের গানে যেখানে কালিয়া অনুপস্থিত বলে ভ্রমরকে সামনে রেখে রাধারাণী খেদ করছেন সেখানে হঠাৎ করে কালিয়ার আগমনে মহাজনী পদের প্রতি কি সুবিচার করা হলো? প্রশ্নটি বিদগ্ধ মহলের কাছে রাখতে চাই|
বলা বাহুল্য, উপরোক্ত বিষয়টি একমাত্র উদাহরণ নয়|
… …
- রাধারমণ দত্ত পদাবলি : ‘ভ্রমর কইও গিয়া’ এবং দুটি কথা || অনিমেষ বিজয় চৌধুরী - August 29, 2020
- রাধারমণ দত্তের একটা গান ও কিছু প্রশ্ন || অনিমেষ বিজয় চৌধুরী - April 2, 2020
COMMENTS