হাছন রাজার গান, সেজুল হোসেন, হামিদা বানু ও সামারীন দেওয়ান

হাছন রাজার গান, সেজুল হোসেন, হামিদা বানু ও সামারীন দেওয়ান

সামারীন দেওয়ানের বয়ানে হাছন রাজার গান শুনে কলিজা ঠাণ্ডা হয়ে গেল। সিলেটি উচ্চারণবিধির রস হাছন রাজার গানের ভাবসম্পদ। সামারীন দেওয়ান সেই সহজাত অধিকারে অটল থেকে তাঁকে গেয়েছেন। বড়ো মিঠা লাগল কানে। কলকাতার শ্রোতাদের কথা মাথায় রেখে নির্মলেন্দু চৌধুরী একসময় হাছন রাজা ও তাঁর পুত্র একলিমুর রাজার গানের কথায় পরিশীলন এনে গেয়েছিলেন। গায়কিগুণে শুনতে চমৎকার, তবু কোথায় জানি বিরোধ জারি থাকে মনে। বিরোধের কারণ সিলেটে অঞ্চলের ভাষাবোধে যারা বেড়ে উঠেছেন তারা ব্যতীত অন্যদের পক্ষে ঠার করা কঠিন। হাছনের গান সেলিম চৌধুরী সহ বহুজনের কণ্ঠে শুনে আমার তিয়াস তাই কখনো মিটে নাই। জামালউদ্দিন হাসান বান্না বা কালিকাপ্রসাদের মতো শিল্পীদের পর সামারীনের কণ্ঠে দরদি সেই রসের দেখা পেলাম, যার কারণে হাছনকে অবিনশ্বর মরমি বলে বোঝে মন। এটুকুন আধ্যাত্মিক সংবেদ বোধ করি হাছনকে গাইতে গেলে জরুরি হয়ে ওঠে। অনেক শিল্পীই আজকাল এর তোয়াক্কা করেন বলে মনে হয় না। সামারীন হাছনকে নিয়ে যেহেতু ঘাঁটাঘাটি করেন, গানের টেক্সটকে তাঁর কেবল গাইলে চলছে না, গাইতে গিয়ে এর নেপথ্য নিয়ে তাঁকে ভাবনা করতে হয়েছে। স্বকৃত অনুপ্রবেশ ও ব্যাখ্যা যে-কারণে নিজের মতো করে নির্মাণ করতে পেরেছেন হাছনবংশের এই উত্তরপুরুষ। গাওয়ার সময় সেটাই শ্রোতাকে স্পর্শ করছে। সেজুল হোসেনকে ধন্যবাদ দিতে হয় নিজের ইউটিউবচ্যানেলে তাঁকে বলতে ও গাইতে দেওয়ার জন্য।

হাওর  নিয়ে লিখতে গিয়ে ১৩০৪ বাংলার (১৮৯৭ সন) ভূমিকম্পের খানিক খোঁজখবর নিতে হয়েছিল। হাছন রাজার জীবনে এই ভূকম্পন প্রভাব বেশ গভীর ছিল বলে শুনেছি। পাঠক সমাবেশ  প্রকাশিত হাছন সমগ্র  আর ওদিকে অনলাইনে ইতিউতি হাতরাচ্ছিলাম এই ব্যাপারে। ওই সুবাদে সেজুলের ধারণকৃত সামারীন দেওয়ানের বয়ানে ভূকম্পনের ইতিবৃত্ত খানিক জানা হলো। কোকের ব্যানারে দিলারাম  গেয়ে দেশজুড়ে পরিচিতি পাওয়া হামিদা বানুকেও পেলাম সেখানে। তাঁর চ্যানেলই মনে হয় প্রথম তাকে তুলে এনেছিল। যা-ই হোক, সামারীন দেওয়ানকে ধারণ করে সেজুল বড়ো ভালো কাজ করেছেন। উত্তরপুরুষের বয়ানে গীত এই হাছনকে আপন লাগছে, চেনা লাগছে, নিজের মনে হচ্ছে। অন্যদের গায়কিতে অন্তর্লীন এই বেদনটা প্রায়শ খোয়া যায়। হামিদা বানু বা সামারীন দেওয়ানের সাথে এখানেই বাকিদের তফাৎ।
আহমদ মিনহাজ

প্রাসঙ্গিক লিঙ্ক
হাসন রাজার আসল জীবনী : সামারীন দেওয়ান : সেজুল হোসেনের ইউটিউবচ্যানেল
ধরো দিলারাম : হামিদা বানু : সেজুল হোসেনের ইউটিউবচ্যানেল
কোকস্টুডিয়ো বাংলা কন্টেন্ট রিভিয়্যু


তাৎক্ষণিকামালা
আহমদ মিনহাজ রচনারাশি

COMMENTS

error: