গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ১৩

গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ১৩

(তু লালপাহাড়ের দেসে যা…রাঙামাটির দেসে যা…
হেথাক তুকে মানাইছে নায় গো, ইক্কেবারে মানাইছে নায় গো) 

যারা বেমানান
এই ছদ্মভূষা বাঘ-হরিণ-সিংহদের দেশে
এই কৃমিস্বভাব লেখকদের লীলায় আমপিঁপড়ার কামড় ভালোবেসে
চিলতে এই লেখাটা তাদেরে উৎসর্গিত
তাহাদেরি তরে এই গান

যারা খাপ-না-খাওয়া মানুষ
সর্বত্র অস্বস্তিপীড়িত দশা যাদের এ-স্বস্তিকারাজ্যে
পরিব্যাপ্ত ঝলমলানিজীর্ণ নগরতোরণে একাকী-বিবিক্তবোধে আক্রান্ত যারা
মায়াভালুকের আফিমনৃত্যে একদম অতিষ্ঠ ও রোরুদ্য অবস্থা যাদের
ছেড়ে-দে-মা-কেঁদে-বাঁচি কিন্তু পরিত্রাণহীন পর্যুদস্ত রোজ-গুজরান যাদের
যারা কাঠবণিক না-হয়ে চেয়েছে হতে অরণ্যসখা
বাগানমালকিন না-হয়ে চেয়েছে বনমালি হতে
এই জনমেই যারা রাধা হতে চেয়েছে
এবং পরজনমের প্রবৃত্তিপৃথুলা পানশালাবাসনা যারা পোষে নাই হৃদয়ে

তাদের জন্যই নিঃসুর এই গান
খলবলে মাছের কোলাহলে ভেসে যেতে শেখে নাই যারা
ভিড়ের সুযোগে ঠেলাঠেলি কনুইচালনায় তৎপর হয় নাই যারা
অথবা মনিবের বানোয়াট বুদ্ধিবিদঘুটেপনায় মজে নাই যারা
অথবা যারা যায় নাই তিড়িংবিড়িং তোতলা ফড়িঙগিরিতে

তারা, যারা খাপ-না-খাওয়া, যারা আগন্তুকপ্রতিম সবিস্ময় সন্ত
যারা বাউলবর্ণিল, সহজিয়া, যারা আগডুম-বাগডুম পণ্ডিতির পানে পিঠ-ফেরা
যারা গানপোকা কিন্তু ওস্তাদজির পশমিনা শালের প্রশংসায় কৃপণ
যারা আস্ত গাছটাই ভালোবাসে, কেবল ফুলপসন্দ খণ্ডিত দর্শনে সায় নাই যাদের
যারা মুড়িপ্রিয়, মুড়কিও পছন্দ, তবে মুড়ি ও মুড়কি পৃথক স্বাদের বলে জেনেছে

তাদের জন্যই এই পৃথিবী তৃণতরকারিময় স্নিগ্ধ-সুসহ এখনো
তাদের জন্যই এ-গান
তারা শুনুক না-শুনুক তবু তারাই উদ্দিষ্ট শ্রোতা এই গানের
তাদেরই কর্ণকমলে এই সুরসম্মান

যারা বেমানান…

COMMENTS

error: