কারো সঙ্গে সেক্সের সময় ভান করতে হয় নাই আমারে কোনোদিনই। বিলীয়মান শৃঙ্গারের আমি রানী।
বরফশুভ্র কথাটার ভিতরে একটা প্রাচীন রূপকথা জড়িয়ে আছে। কাজেই তারুণ্যের সঙ্গে মানুষের একটা আসক্তিপূর্ণ গরিমার ব্যাপার দীর্ঘদিন ক্রিয়া করে, প্রায় বুড়া হবার আগ পর্যন্ত। রূপকথারই মতো ব্যাপারটা স্বাভাবিক। যদিও আজকের বিজ্ঞান দিয়া মানুষ উন্মাদের মতো বয়স ধরে রাখতে ব্যগ্র চারপাশে, এইটা প্রায় বিমারের মতো সভ্যতার গায়ে নয়া সংযোজন।
জ্বর জিনিশটা হচ্ছে ভেতরগত কোনো অঙ্গসংস্থানিক ক্রোধের বহিঃপ্রকাশ।
কেনাকাটির একটা ভালো মানের জায়গার হদিস দাও। সুখে ভরে উঠব আমি কানায় কানায়।
একজন মানুষকে যখন তুমি নিঃশর্ত সর্বান্তকরণে সুখী দেখতে চাও, বুঝবা যে সেই মানুষটারে ভালোবাসো তুমি। এমনকি সেই মানুষের ভালোবাসার অংশ যদি তুমি না হয়েও থাকো, তবু তার সুখ চাইছ। তুমি তাকে সন্দেহ নাই ভালোবাসো।
চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
- যেভাবে হয়ে ওঠে ‘এসো আমার শহরে’ || শিবু কুমার শীল - March 6, 2025
- Basudeb Dasgupta’s ‘Randhanshala’ The Cooking Place translated by Sourav Roy - March 4, 2025
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
COMMENTS