অ্যালিসিয়া ভিক্যান্ডার উক্তিমালা (২)

অ্যালিসিয়া ভিক্যান্ডার উক্তিমালা (২)

আমি কাজ করি ভীষণভাবে। এই শিক্ষাটা আমায় একদম গোড়াতেই দিয়ে দেয়া হয়েছিল যে গতর খাটিয়ে ঘাম ঝরিয়ে পরিশ্রমটা করে যেতে হয়। আমি ট্রেইনিং নিয়ে গেছি দিনের পর দিন, সপ্তাহের সাতটা দিনের মধ্যে ছয়টা দিনই আমি ট্রেইনিং নিয়েছি দিনপ্রতি সাতঘণ্টা। আর এই ট্রেইনিংটাই আমার কাজের ভিত্তি।

ফিল্মে একটা ব্যাপার হয় কি যে চেষ্টা করে যাবার, নিরন্তর চেষ্টাচরিত্তিরের, লাইসেন্সটা পেয়ে যাওয়া যায়। চেষ্টাই নয় খালি, ফিল্মে এমনসব আবেগরে প্রশ্রয় দিয়া যাবার আদত হয়ে যায় যা সাধারণক্ষেত্রগুলায় নিজের কাছে ঘেঁষা তো দূর হয়তো-বা আপনার পরিচিত পরিবেশে এমনটা আবেগঘন উদ্ভটতা ঘটতে পারে তা ভাবতেনও না আপনি।

নিজের কম্ফোর্ট জোনের বাইরে বেরোনোটা আমি ভীষণ ভালোবাসি।

আমি দেখতে চাই কতদূর যেতে পারো তুমি। আর আমিও শুধু দক্ষতায় নয়, দেখব আবেগেও কতটা নিজেকে শেষসীমায় নিয়ে যেতে পারি।

কাজ আমাকে সুখী করে, শান্ত করে তোলে।

চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

COMMENTS

error: