হাজার হাজার মানুষ প্রতি বছর অর্থনৈতিক প্রতারণার শিকার হয় নানারকম চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে। ‘১০০ টাকা একমাসে ১০০০ টাকা হয়ে যাবে’-টাইপ প্রলোভনে পড়ে আমাদের নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষেরা। তাদের ছোট ছোট সঞ্চয় লোপাট করে কেউ দুবাইতে দ্বীপ কেনে, কেউ ব্যাংকের মালিক হয়ে যায়, কেউ-বা ভিনদেশের তালিকায় ধনী নামে তারকাচিহ্নিত অবস্থান গড়ে তোলে।
আমরা আমাদের এই নিম্নবিত্ত, মধ্যবিত্ত লগ্নিকারীদের বকা দেই এরা এদের লোভের কারণে ধরা খেয়েছে এ-কথা বলে। আর যারা টাকা মেরে দিয়েছে তাদের টাকার ভাগ নিয়ে সবাই (মিডিয়া, আইনপ্রয়োগকারী সংস্থা, প্রশাসন) চুপ করে যাই।
এমনই এক ফিন্যান্সিয়াল স্ক্যামকে কেন্দ্র করে ম্যুভির কাহিনি এগিয়েছে সদ্য ZEE5-এ মুক্তিপ্রাপ্ত কড়ক সিং #KadakSingh.
পঙ্কজ ত্রিপাঠির সাথে আছেন আমাদের জয়া আহসান। পঙ্কজ আছেন কেন্দ্রীয় চরিত্র এ. কে. শ্রীবাস্তব হিসেবে। তিনি ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে ২৫ বছর ধরে কর্মরত। দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়ে তরুণী কন্যা ও কিশোর পুত্রকে নিয়ে এক সংকটময় পরিস্থিতি তার।
সব্জিওয়ালা থেকে ছাত্র সবাই গোল্ডেন সান-এ ইনভেস্ট করে বসে আছে। এদিকে কর্ণধার অশোক আগরওয়াল পলাতক। এ-কেইসের ভার পঙ্কজ পরোক্ষে পান এবং পুরো পরিবার নিয়ে শনির দশায় নিমজ্জিত হন।
পঙ্কজ সুইসাইডাল অ্যাটেম্পট অথবা অ্যাটেম্পট টু মার্ডার যে-কোনো একটার কারণে নিজে হস্পিটালাইজড ও মেমোরি লসের শিকার হন; এখান থেকেই শুরু হয় একে একে কাহিনির কথন, পঙ্কজকে তার মেমোরি ফিরিয়ে আনার প্রক্রিয়ায় রাখার জন্য।
অনেক বেশি থ্রিলার দেখার কারণে আগেই বুঝে ফেলেছি কে কেন কি করেছে; আমার কাছে উপরি পাওনা ছিল পঙ্কজের কন্যা চরিত্রে সাক্ষী নামে যে আছে তার অনবদ্য অভিনয়, আমাদের জয়া আহসানের উপস্থিতি। মুগ্ধ হয়েছি নার্স চরিত্র যিনি করেছেন তার চরিত্রের সাথে মিশে যাওয়া দেখে।
সুযোগ থাকলে ZEE5-এ চটপট দেখে ফেলুন আমাদের মেরিলিন মনরো জয়ার নতুন ম্যুভি (KadakSingh) কড়ক সিং।
আফসানা কিশোয়ার রচনারাশি
গানপারে ম্যুভিরিভিয়্যু
- যেভাবে হয়ে ওঠে ‘এসো আমার শহরে’ || শিবু কুমার শীল - March 6, 2025
- Basudeb Dasgupta’s ‘Randhanshala’ The Cooking Place translated by Sourav Roy - March 4, 2025
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
COMMENTS