আমার কবিতালেখার দিনগুলোতে বাংলাদেশের আর কোনো জীবিত কবিকে তাঁর চেয়ে বেশি অভিনিবেশ নিয়ে পড়িনি। তিনি ছিলেন আমার প্রতিদিনের জাজ্বল্যমান কবিতার ক্লাশ। রহস্য খোলার রেঞ্চ। প্রায়-সমসাময়িক আর কারো কবিতা পড়ে এতখানি রোমাঞ্চ আমার হয়েছে মনে পড়ে না। তাঁর বলবার কায়দা, উপমার কারসাজি কিংবা প্রতিদিনের-জীবন-থেকে-তুলে-আনা দৃশ্যকল্পগুলো আমাকে প্রতিদিনই ফর্দাফাই করে ফেলত। আমি বিশ্বাস করতাম, তাঁর চেয়ে মারাত্মক কবিতা লেখা আর কারো পক্ষেই সম্ভব না।
তরুণ বয়সের ভালোবাসায় হয়ত কিছু বাড়াবাড়ি থাকে। আজ পঞ্চাশের ঘরে দাঁড়িয়ে সেই বাড়াবাড়ি রকমের ভালোবাসার জন্য আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই। আজো তাঁর সেসময়ের লেখা কবিতাগুলো পড়লে আমার একইরকম রোমাঞ্চ জাগে।
শুভ জন্মদিন (০১ জুন ২০২৩) Kajal Shaahnewaz! সাহিত্যিক রাজনীতির কনুইয়ের ধাক্কা এড়াতে আপনি নিজে থেকেই পেছনে সরে এসেছেন বটে, কিন্তু পাঠক আপনাকে ঠিকই খুঁজে নেয়। পড়ে। পড়বে। আরো বহু বহুদিন।
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
- সপ্তপদীর দুপুরবেলায় সন্ধ্যা মুখোপাধ্যায় || ইলিয়াস কমল - January 27, 2025
- স্বরচিত কবিতার অন্তর্গত অনুপ্রেরণা || হাসান শাহরিয়ার - January 24, 2025
COMMENTS