উলট কমল

উলট কমল

 

ছিলাম আপনার
কবিতার উপন্যাসের অর্থী
বিশেষত উন্মাতাল গদ্যগুলার

ছিলাম বান্ধা কাস্টোমার
আপনার আশ্চর্য সম্পাদনার
কৌরব  পঞ্চাশ পঁচাত্তর শততম সংখ্যার
কবিদের জন্য শরতের উপহার
শিরোনামে সেই ইউনিক সাপ্লিমেন্ট-অ্যান্থোলোজিটার

সেই গ্যুগলপূর্ব দুনিয়ায়
একটা বাংলা ভাষার পত্রিকায়
একসঙ্গে একঝাঁক কবি ডিরেক্টলি ইংলিশে
কেউ নয় ট্র্যান্সলেইটেড ক্লিশে
এক-কথায় সাব্লাইম

ছিলেন অ্যাহেড অফ টাইম

তখন উনিশ শ চুরানব্বই
কিংবা সাতানব্বই আটানব্বই নিরানব্বই … দ্বিসহস্র মহাকালের সমাসন্ন থৈ থৈ …
নির্মলেন্দু মহাদেব হুমায়ূন মিলনের শুধু নই
ছিলাম রিডার আমরা আরও অনেক রাইটারের জীবন ও হৈ চৈ

লিটলম্যাগের মারকাটারি ইন্ডিয়ান বাংলায়
আমাদের আর্লি দিনগুলা হাতছানি দিয়া যায়

জামশেদপুর, বিহার
আজীবনের বিচরণক্ষেত্র আপনার
বিহারের জামশেদপুর
অতিকায় টাটানগর
যেখান থেকে বেরোত কৌরব
রঙ রেখা আর অক্ষরের উৎসব

সেইখানে, সেই বিহারের প্রত্যন্ত অঞ্চলে
যেমন লোকে কথা বলে
যেই হিলিবিলি বাংলায়
জাঙ্গলডুয়েলার মানুষের সহজ ও মর্মস্পর্শী লিঙ্গুয়া ফ্রাঙ্কায়
একের পর এক কবিতা আর আখ্যান
দুর্ধর্ষ সব উপন্যাসের উড়ান

আর সেই শিরোনামায় পাঠক!

অভিনব গদ্যের অসামান্য ধক
অসম্পূর্ণ, শব্দ-লোপ-করে-দেয়া বাক্যের পর বাক্য
যদিও ওইগুলা বাক্য নয়, লাইন, পঙক্তি, স্নিগ্ধ ও বিরূপাক্ষ
বরফ কাটার ছুরির মতোই তীক্ষ্ণ, জাম্পকাট, টানটান

অগণিত অবিরল উলট পুরাণ

আবহমান সাঁওতালের জবান
বনগুল্ম ও গাছবিরিখের থোপাথোপা ছায়া
টাটাবাবা তার পাতায় পাতায়
নাচে আর গায়
ধামসা মাদল ও মন্দিরা বাজায়া
তার ব্রহ্মভার্গব পুরাণ, ব্রাহ্মণ নবাব, ভিক্টর কুজুর
আর তার জল, মিথ্যে কথা, চার নম্বর ফার্নেস চার্জড  ও অপরাপর
ভালোপাহাড়জোড়া আদিম সত্যসারাৎসার
শেষের দিকের লেখাগুলায় প্রিয় ফরেস্টার
সবিশেষ পছন্দের আমার

আর, মারাদোনা !

থাক না-হয় সেই আলোচনা
আমরা বাংলাদেশে এখন অন্য আলোচনায় ব্যাপৃত
অগস্ট দ্য ক্রুয়েলেস্ট মান্থ, আপনিও অগস্টেই মৃত

পুনর্জীবনের পরম পরিসর
রইল ধরা আপনার কবিতার উপন্যাসের সম্পাদনার ভিতর
আর আপনার কথায় সেই মহীনের ঘোড়াগুলির গান —

মনে করো সাততলা বাড়িটার / একতলা হাতি আর ইঁদুরের / দোতলায় বুড়ো থাকে রিটায়ার্ড / লাল নীল উল বোনে বুড়ি তার।। / তিনতলা ছবি আঁকে গ্যালারি / পিকাসো রুবেন্স দালি রেনোয়া / চারতলা কথা বলে ফিসফাস / পাখি যদি উড়ে যায় ঘাবড়ে…

নাইন্টিনফোর্টিসিক্স টু টুথাউজ্যান্ডটোয়েন্টিফোর
সেঞ্চুরি হাঁকাতে বাকি ছিল কুড়িটা মাত্র বছর

রইল পড়ে একগোছা বাংলা বই
কিছু অবিস্মরণীয় হৈ হৈ রৈ রৈ
নিদেনপক্ষে একলক্ষ কুড়ি তিরিশ হাজার বনেলা গাছ ও প্রিয়তমা জামশেদপুর

রইল পড়ে একটা আস্ত অকৃতদার সংসারের সমাহিত সুর।

জাহেদ আহমদ

কমল চক্রবর্তীর গদ্য বিষয়ে গানপারে পূর্বপ্রকাশিত রচনা
মারাদোনা আনবাউন্ড

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you