গান শুনি ২ || বিজয় আহমেদ

গান শুনি ২ || বিজয় আহমেদ

 

যতবার গেছি সেই পথে শ্রান্ত হয়ে
পৃথিবীর প্রতি ঘূর্ণনে মূর্ত হয়ে
ভালোবাসতে তোমায় বলে বুদ্ধ পাখি
যে-পাখির মতো মৌন তোমার সে-আঁখি
ঘিরে রয়…

এ-রুহের তলে একফালি রাত্রি ঘুমায়
মৃদু শান্ত বাতাস ও পবিত্র আঁধার
ঘিরে রয়…

বেশ কিছুদিন ধরে পেনোয়ার গান শুনছিলাম। কী যে ঝিম লেগে থাকার মতো পবিত্র মুহূর্ত! সুরের ঝক্কি নেই। বাদনের ঝঙ্কার নেই। কিন্তু গান আছে। হ্যাঁ, অসাধারণ তাদের পরিমিতিবোধ। বিশেষ করে, দুইটা গান, ‘এ রুহের তলে’ আর ‘রাতের সাঁতার’।

ব্যান্ডদলটি মেবি চিটাগাং-এর। আমি পেনোয়া  নামের অর্থ জানি না। কিন্তু একটাকিছু হবে বুঝতে পারি যখন তারা গাইতে থাকে, ‘এ রুহের তলে একফালি রাত্রি ঘুমায়’। মৃদু শান্ত বাতাস ও পবিত্র আঁধার ঘিরে রয়। আর তাদের আরও আরও গান শুনতে ইচ্ছে করে। কেননা, তারা বলেছে, এক চোখের স্বপ্ন আরেক চোখে দেখায়

১৪ মার্চ ২০২৫


গান শুনি (কিস্তিগুলা)
বিজয় আহমেদ রচনারাশি

বিজয় আহমেদ

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you