সাহিত্যপত্রিকা ও বিপ্লবচেতনা

সাহিত্যপত্রিকা ও বিপ্লবচেতনা

শেয়ার করুন:

ময়মনসিংহ প্রগতি লেখক সংঘের সাহিত্যপত্রিকা ‘অদ্বৈত’-র ১২তম সংখ্যা প্রকাশিত হলো ২০২৫ আগস্ট মাসে। মনন, চিন্তন ও সৃজনভাবনার এই সাহিত্যপত্রের সম্পাদক সাব্বির রেজা। এই সংখ্যার শিরোনাম : ‘সাহিত্যে বিপ্লবী চেতনার ধারা’। ৩০৪ পৃষ্ঠার ঢাউশ সাইজের এই সাহিত্যপত্রিকায় বাংলাদেশের শীর্ষস্থানীয় লেখক ও চিন্তকেরা লিখেছেন।

অদ্বৈতর এই সংখ্যায় ‘সাহিত্যে বিপ্লবী চেতনার ধারা’ এই ভাবধারাকে কেন্দ্র করে প্রায় ৩০ জন লেখক প্রবন্ধ লিখেছেন। সিরাজুল ইসলাম চৌধুরী, যতীন সরকার, হায়দার আকবর খান রনো, জুলফিকার মতিন, সুধাময় দাস, প্রণব চৌধুরী, নজরুল হায়াত, মানবর্দ্ধন পাল, এস.কে. অপু, মতিন বৈরাগী, গোলাম কিবরিয়া পিনু, রতন সিদ্দিকী, জগমোহন বর্মণ, এমদাদুল হক মিল্লাত, শহীদ ইকবাল, শাহ সানাউল হক, সন্তোষ ঢালী, মীর আব্দুর রাজ্জাক, স্বপন ধর, মাসুদুল হক, দীপংকর গৌতম, নাজমা মমতাজ, আল মাকসুদ, আমির হোসেন, কাশীনাথ মজুমদার পিংকু, কুশল ভৌমিক, তাহমিনা রহমান, মাধব রায়, মামুন তরফদার—সংযুক্ত লেখকনামগুলো দেখেই বোঝা যায় সংখ্যাটির ওজন ও গুরুত্ব।

সরোজ মোস্তফা ৩০ আগস্ট ২০২৫


গানপার বইরিভিয়্যু

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you