ম্যানাস্ক্রিপ্ট ফাউন্ড ইন অ্যাক্রা একটি নভেল, ভুবনজনপ্রিয় পাওলো কোয়েলো নভেলটির রচয়িতা, ২০১২ সালে এটি, মানে এর মূলটি, পর্তুগিজ ভাষায় ছেপে বেরোয় এবং যথাপূর্ব কোয়েলোনভেলগুলোর ন্যায় বেস্টসেলার হয়।
যেন অনেকটাই জিব্র্যানের দ্য প্রোফেট-এর আদলে এর আঙ্গিক। প্রেম, প্রতারণা, মানুষ, লড়াই, আত্মা, মৃত্যু, মরমিয়ানা প্রভৃতি বিষয়ে দুর্দান্ত অভিজ্ঞানপুঞ্জ এর উপজীব্য।
অভিনব প্রকরণের এই স্নিগ্ধ পাঠকৃতিটি কবি জাকির জাফরান অনুবাদ করেছেন কবিতার-তুল্য-গতিশীলা বাংলায়।
যেমনটা থাকে কোয়েলোনভেলগুলোতে, একেবারেই নিরাভরণ ভঙ্গিতে কথাবয়ন এবং নিরলঙ্কার বাকস্পন্দী মিস্টিক ইম্প্রেশন, বঙ্গানুবাদনে সেইটি বজায় থেকেছে আগাগোড়া। আখ্যানধর্মী বা কাহিনিবর্ণনাত্মক নয় এ-বই, ননফিকশনধারায় এ এক উপভোগ্য গদ্যকাজ; বলা বাহুল্য, ভাষান্তরকালে টেক্সটের না-আখ্যানধর্ম সুচারু ধরে রাখা হয়েছে গোটা কাজটাতে; অনুবাদপিপাসু পাঠকেরা কাজটার বিলক্ষণ সমাদর করবেন।
বইটা বাইর হয়েছিল চৈতন্য থেকে ২০১৭ অব্দে।
প্রতিবেদন / আতোয়ার কারিম
… …
- আমাদের গ্রামের নাম আমাদের নদীর || কাজল দাস - November 19, 2025
- লোককবি মনির নূরী ও তাঁর গান || জফির সেতু - November 19, 2025
- উপন্যাসে শহুরে জীবনের ক্লান্তি ও বিপন্নতার বোধ || হারুন আহমেদ - November 16, 2025

COMMENTS