লালমাটিয়ার কলাকেন্দ্রে চলছে শিল্পী কবীর আহমেদ মাসুম চিশতির ‘মেঘনাদবধ’ শীর্ষক একক চিত্রপ্রদর্শনী।
তার ছবির জগতে আপনাদের স্বাগতম। তিনি মনোক্রোমিক এক কোলাজ তৈরি করেছেন তার দ্বিমাত্রিক ছবি জুড়ে। রাবণপুত্র মেঘনাদকে ঘিরে যে-ট্রাজেডি মাইকেল মধুসূদন দত্ত নির্মাণ করেছিলেন ১৮৬১ সালে, সেই মহাকাব্যকে আজকের হাইব্রিড দুনিয়ার প্রেক্ষিতে তিনি পুনর্নির্মাণ করবার চেষ্টা করেছেন।
ছবি আর হস্তাক্ষর সমানভাবে দর্শকের চোখের সামনে হাজির করেন তিনি। তার গ্রাফিকাল মন্তাজ কখন যেন ছবির বই হয়ে ওঠে। তিনি তার ক্যাটালগটি সেভাবেই ছেপেছেন যেরকমভাবে মনসামঙ্গল বা পুরাতনী পুঁথি ছাপা হতো।
তার হাইব্রিড দুনিয়ায় মাংগা থেকে কসমিক জগৎ সকলই বিক্ষিপ্তভাবে তুলে ধরেছেন।
তবে মেঘনাদবধের কাউন্টারন্যারেটিভ যা কিনা সে-সময় শাস্ত্রবিরোধী হয়েও কীভাবে যেন টিকে গেল আর্টের শক্তির কারণে, সেখানে নিশ্চয়ই ‘পশ্চিমি দরদের আখ্যানভঙি’ তাকে প্রেরণা জুগিয়েছিল। শিল্পী মাসুম চিশতি সেই আখ্যানের ক্রিটিসিজম দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কতখানি করতে পারলেন তা গুণী দর্শক বিচার করবে।
সকলকে প্রদর্শনী দেখবার আমন্ত্রণ। ওম শান্তি।
২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত
- মাসুম চিশতির মেঘনাদবধ : মনোক্রোমিক এক কোলাজ || শিবু কুমার শীল - February 24, 2025
- টুকটাক সদালাপ ১০ - February 1, 2025
- টুকটাক সদালাপ ৯ - February 1, 2025
COMMENTS