এর আগে কিশোর কুমারের কণ্ঠে কখনো ঠোঁট মেলাননি উত্তম কুমার। এমন সময় কোনও-একটা সিনেমায় কিশোর কুমার গাইবেন নিশ্চিত হলো। ওই সিনেমার নায়ক উত্তম কুমার।
গানের রেকর্ডিং তখনও হয়নি, কিন্তু ওই সময় উত্তম কুমারের বাড়ির কাছাকাছি দিয়ে যাচ্ছিলেন কিশোর কুমার। তখন মহানায়কের সাথে দেখা হয়ে গেল।
মর্নিংওয়াকে গিয়েছিলেন উত্তম। কিন্তু যে-বিষয় চোখে পড়ল কিশোর কুমারের তা হলো, উত্তম কুমার টেপরেকর্ডারে কিশোর কুমারের গান শুনছেন!
দেখা হয়ে গেলে গায়ককে নায়ক বললেন, আপনার গান শুনছি বেশি করে। সামনের ছবিতে আপনার গানে লিপসিং করতে হবে তো তাই! যাতে আপনার গায়কীর সাথে নিজের ঠোঁট মেলানো ভুল না হয় সেজন্য।
উত্তম কুমার তো মঞ্চ থেকে গিয়ে সিনেমার নায়ক হইছিলেন। চরিত্রের জন্য তার ডেডিকেশনের খুব সহজ একটা উদাহরণ হলো এইটা।
এক বন্ধু উত্তম কুমার সম্পর্কে একবাক্যে একটা মন্তব্য করছিলো। বলছিলো, একটা মেলোড্রামাটিক সিনেমাযাত্রার মধ্যে কন্টিনিউয়াসলি রিয়েলিস্টিক অভিনয় করে যাওয়া একমাত্র ব্যক্তি ছিলেন উত্তম কুমার।
তার জন্মদিনে তারে শুভেচ্ছা।
উত্তম কুমার। জন্মনাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান বাংলা সিনেমার অভিনেতা। জন্ম ০৩ সেপ্টেম্বর ১৯২৬। মৃত্যু ২৪ জুলাই ১৯৮০
- গল্পের বর্ণ, গন্ধ, ছন্দ ও গীতি || জিহাদ মুনতাছির সাইম - August 17, 2025
- শুকিয়ে যাওয়া ফুলেরা || মাহমুদুর রহমান - July 30, 2025
- জীবনের ঋতুসমুদয় || শিলামনি - July 20, 2025
COMMENTS