ডাকপিয়ন এখন অমাবস্যার চাঁদ! চলতিপথে কালেভদ্রে তাদের দেখা যায়। সদর পোস্ট অফিসের পুরাতন এক চেনামুখ — মুখভর্তি হাসি নিয়ে আজ দুপুরে আমার বাসায় হাজির। বিস্মিত আমি জিজ্ঞেস করি,
— চিঠিপত্র কিছু আছে নাকি!
— না, আগের বারের মতোই এবারও আপনার নামে একটা বুকপোস্ট।
খামটি হাতে নিয়ে দেখি ‘মুরারিচাঁদ কলেজ জার্নাল’-এর তৃতীয় সংখ্যা! আগের দুটি সংখ্যার মতো এবারও পেলাম ডাকযোগে।
এই সংখ্যার সূচি দেখেও চমৎকৃত হলাম! অনন্যসাধারণ আরেকটি কাজ। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনুসন্ধিৎসাকে অনুপ্রেরণা প্রদান করা—গবেষকদের পেশাগত জ্ঞান, উদ্ভাবনী ক্ষমতা এবং গবেষণার দ্বারা একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সক্ষমতা অর্জন— এই জার্নালের মূল লক্ষ্য।
জ্ঞানব্রতী শিক্ষকদের মহৎ এই কর্মপরিকল্পনাটি নিরবচ্ছিন্নভাবে বাস্তবায়িত হচ্ছে দেখে তাদেরকে জানাই অভিবাদন ও অতল শ্রদ্ধা। উত্তরোত্তর গুণে-মানে জার্নালটি আরও সমৃদ্ধ হোক; জ্ঞানবিজ্ঞান, ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি চর্চার আকরগ্রন্থে পরিণত হোক।
কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
কল্লোল তালুকদার রচনারাশি
গানপার বইরিভিয়্যু
- রিপ্রিন্ট রিফ্রেশিং - November 7, 2025
- কোচবিহার ও আব্বাসউদ্দীন - November 7, 2025
- দেবেশ রায়ের ফ্যাসিবাদের বিত্তান্ত - November 6, 2025

COMMENTS