আমাদের দিনগুলা কাইয়ুম চৌধুরী
তির্যক দুইতিনটা টানে
যেমনটা আঁকতেন পত্রিকায়, ইলাস্ট্রেশানে
একেকটা গ্রাম, শহর
দূরের দিগন্তে তাকায়া থাকা নারীর নজর
সবকিসুই মনে হতো
মুক্তিযোদ্ধা, মাঠের কিষান, মগ্ন ভুবনচিল
সকলেই অপরাহত
সবুজ প্রকৃতির মতো
অকাট্য, অতিকায়ত, অনাবিল
কোথাও ক্রন্দন নাই
দৃশ্যত তোমাকে চাই
নিরুদ্দেশ্য সুরমা গাঙের পারের পন্থ ধরি।
২.
কিসুতেই কিসু হয় না আমার
বাড়বাড়ন্ত ফড়িয়া, বাজার
বোদ্ধা যেমন বাংলা ভাষার
যতই ঝিমাক অথবা তাতাক
পরোয়া করি না, ফাক!
আমি শ্রী শ্রী শিল্পরসিক
উৎসর্গিত গল্পফটিক
অল্প আঁচে বেঁচে থাকি বিষণ্ণ, প্রথাবনত, পরোক্ষে
দেখি নীলা আসমান, শ্বেতপায়রা, কাইয়ুমস্কোপিক চক্ষে।
৩.
কাইয়ুমস্কোপিক চক্ষে দেখি কিসুই হয়নি পৃথিবীর
বাংলার যত ত্রস্ত নীলিমা আর প্ল্যাস্টিকপীড়িত নদীদের তীর
নারী, নিসর্গ, বর্ষা ও বসন্ত — সকলেই ঝিরঝির
স্থির
প্রবাহিত, প্রশমিত, স্থবির
সমস্তই স্নিগ্ধ, সমাহিত, মূক ও বধির
যদিও মুখবিবর খোলা, হা করা, কানটাও যথাজায়গায় আছে
একটা আওয়ামিলিগার প্যাট্রিয়টের কাছে
সেসব মোটেই বিবেচ্য নয়
বিবেচ্য যুযুধান সুমহান সময়
আর তারে যেহেতু বক্তৃতায় বাটপারিটা জারি রাখতে হয়
ভাষাটাও হতে হবে একদম মাখনকাটা, সাংস্কৃতিক, প্রমিত
কাইয়ুমস্কোপিক চক্ষে দেখি নিসর্গ, নন্দিত!
৪.
মাইক্রো নয় ম্যাক্রো নয় কাইয়ুমস্কোপিক চোখ
সবই দেখা যায়
সেই আয়নায়
যায় না যাতনা, প্রাণের শোচনা, অভাবানটন, অসুখ।।
শ্রীহট্টেশ্বরী শিল্পপ্রবন্ধমালা / পাঠক-জ্ঞাতার্থে
শ্রীহট্টেশ্বরী শিল্পপ্রবন্ধমালা নামটায় অবনঠাকুর উঁকি দিলেও ওই কিসিমের প্রবন্ধ ও অনুসন্ধান এইটা না। মানে, এই সিরিজটার কথা বলতেসি, শ্রীহট্টেশ্বরী শিল্পপ্রবন্ধমালা, মিসিলিনিয়াস টাইপের টপিক নিয়া আগাবে। একটাই মিল সবগুলায়, শ্রীহট্টেশ্বরী শিল্পপ্রবন্ধমালায়, এইগুলা আর্টকালচারের নানান মানুষজন নিয়া বান্ধা বাগবিস্তার, প্রবন্ধের প্রকৃষ্ট বন্ধন জিনিশটার প্রতি নির্নিমেষ তাকিয়ে থেকে, এক্সপার্টদের অপিনিয়নের মজমায় ডাইলে রসুন ছ্যাঁকাইবার কায়দায় হাল্কা টাইমে হাল্কা সাউন্ডে যা-কিসু করবার তার করবে, এবং বলবে, এইসব মানুষ ও জিনিশ নিয়া আমিও ভাবি আমিও ইহাদেরে চিনি। শ্রীহট্টেশ্বরী শিল্পপ্রবন্ধমালা নামের উৎসের বইটির ঋণ স্বীকার করি জীবনে, এই চিনাজানার খবরান্তর করাটাই লিট্রেচার। যার যত ধন, সে ততই কৃপণ। অতএব, অধিক বাক্য করি সংবরণ। তৈয়ার করি ইল্যুশন। এইটাই শ্রীহট্টেশ্বরী শিল্পপ্রবন্ধমালার মিশন। অধিক কিসু না। গাজোয়ারি লিট্রেচার আর আর্টকালচারের দুনিয়ায় এই জিনিশগুলি শ্রীহট্টে শেখ হাসিনার অতিকায় শাসনামলের কোনো-একটা টাইমে লেখা, ফাইজলামি নয়, তাৎক্ষণিক হলেও তন্ময়, শ্রীহট্টেশ্বরী শিল্পপ্রবন্ধমালা। সালাম, আদাব, শুভেচ্ছা। — জাহেদ আহমদ
শ্রীহট্টেশ্বরী শিল্পপ্রবন্ধমালা ১ / মাসুক হেলাল পোর্ট্রেটমহাল
কাইয়ুমরেখা, কাইয়ুমরঙ, কাইয়ুমক্যানভাস
- আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর - December 27, 2025
- লোককবি অন্নদারঞ্জন দাস ও তাঁর গান || জফির সেতু - December 27, 2025
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025

COMMENTS