শহরের ব্যস্ততা শেষে যখন নির্জনতা অন্ধকারকে গ্রাস করে, মাদকের নেশায় যখন আচ্ছন্ন কিশোর থেকে বৃদ্ধ, ফুটপাত থেকে বড় বড় উঁচু বিল্ডিং পর্যন্ত, চলে নানানরকম নেশার উৎসব — সমাজের এমন নেশাতুর দৃশ্য চোখের সামনে আস্তর জমায় ব্যান্ড অমম-এর ভোকালিস্ট ও লিরিসিস্ট ফায়িদ রহমানের মাথার ভেতর। রক উন্মাদনা আর গানকে ড্রাগস হিসেবে সমাজের কাছে পৌঁছে দেওয়ার তুমুল ইচ্ছাশক্তি নিয়ে ব্যান্ডের গিটারিস্ট প্রসেনজিৎ ঘোষের সাথে নিজের কন্সেপ্ট খোলাসা করার পর ২০১৪ সালে জন্ম নেয় ব্যান্ড ‘অমম’! পরবর্তীকালে এসে যুক্ত হন বেজিস্ট সুমনভাই ও ড্রামার হামিমভাই।
অমম শব্দটির কোনো আভিধানিক অর্থ না থাকলেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ডায়েরিতে লেখা বেশকিছু শব্দচয়নের মধ্যে ‘অমম’ অন্যতম, রবীন্দ্রনাথ ঠাকুর অমম শব্দটিকে নিরহঙ্কার বস্তুর সাথে তুলনা করেছিলেন। শুরুতে ব্যান্ডের নাম ‘অবস্ফুর্য’ (রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত ডায়েরিতে সংরক্ষিত শব্দচয়ন) মানে ‘বজ্রপাত’ রাখার চিন্তা থাকলেও পরবর্তী সময়ে ‘অমম’ নামেই আত্মপ্রকাশ করে এই এক্সপেরিমেন্টাল সাইকেডেলিক রক ব্যান্ডটি।
একটা সময় কর্মব্যস্ততার কারণে হামিমভাই ব্যান্ড ছেড়ে দেওয়ার পর দীর্ঘ কিছু সময় ড্রামার হিসেবে ভূপেন সেন তারপর শিপনদা ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। যদিও ব্যান্ডের দুইটা সলো ট্র্যাক ‘রকস্টার’ ও ‘সীমানা পেরিয়ে’-তে হামিমভাই ড্রামস বাজিয়েছেন। অতঃপর ড্রামার সংকটের কারণে প্র্যাক্টিসের অভাবে ভুগছিলো এই রক ব্যান্ডটি (সেই সময়টাকে ব্যান্ডের অন্ধকার সময়ও বলা যায়), যদিও ফায়িদভাই একজন ড্রামার কিন্তু হাতে ইঞ্জুরি থাকার কারণে অনেক কিছুই এড়িয়ে চলতে হতো। অবশেষে আশার আলো জাগিয়ে ব্যান্ডে যুক্ত হন সিলেটের খ্যাতিমান মিউজিশিয়্যান ও ড্রামসহান্টার শিশির রঞ্জন দত্ত।
রক মিউজিক দিয়ে মানুষকে নিজের কাছে নিজেকে তুলে ধরার এক চ্যালেঞ্জ ও আত্মবিশ্বাসের প্রাচীর ছেদ করে ২০১৭ সালে ব্যান্ডসিনারিওতে অফিশিয়্যালি আত্মপ্রকাশ করে ব্যান্ড অমম। চলুন আজ অন্য কিছুকে জেনে আসি, পরিচিত হই আরেকটা মাস্টারপিস ব্যান্ডের সাথে। আমার বিশ্বাস আপনি যদি একজন পিউর রক লিসেনার হয়ে থাকেন, অমম আপনার জন্য প্রয়োজন।
বর্তমান সময়ে আমাদের দেশের সাইকেডেলিক রক ব্যান্ড হাতেগোনা কয়েকটা, তার মধ্যে বেশিরভাগই ছিটকে পড়েছে মিউজিকসিনারিও থেকে। আবার বেশ কিছু ব্যান্ড নিজেদের সাইকেডেলিক দাবি করলেও তারা স্রোতের সাথে তাল মিলিয়ে নিজেদের জায়গা থেকে স্বেচ্ছায় সরে যায়। আমাদের মতো পিউর সাইকেডেলিক লাভারদের একমাত্র ভরসা হয় বিদেশি ব্যান্ডগুলো। তার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের দেশের ব্যান্ডগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিই না। আমাদের দেশে মিউজিক কতটা স্ট্রাগলের জায়গা সেইটা একজন ব্যান্ডমিউজিশিয়্যানই বলতে পারেন। তাদেরকে টিকিয়ে রাখায় একজন লিসেনারের বিরাট ভূমিকা থাকে।
অফ টপিক : খুব ছোট্ট করে একটা চরম সত্য বলি, আমাদের দেশে এমনও হয় যেখানে একজন সিনিয়র মিউজিশিয়্যান নতুনদের সুযোগ করে দেন না তাদের নিজেদের স্বার্থহানির ভয়ে। আবারও অমম : বুকে অবাধ বিশ্বাস আর প্রেরণা নিয়ে অমম কাজ করে যাচ্ছে দীর্ঘবছর ধরে। অমম সর্বদা লিসেনারদের দিতে চায় নতুন অভিজ্ঞতা, গান দিয়ে নেশায় বিভোর করে রাখতে অমমের জুড়ি নেই। অমম যেহেতু এক্সপেরিমেন্টাল সাইকেডেলিক রক ব্যান্ড, সেহেতু তাদের মূল এইম থাকে লিসেনারদের সেরা একটি সাইকেডেলিক ট্যুর দিতে। এই মোস্ট আন্ডাররেটেড ব্যান্ডের গানগুলো একজন ন্যাচারাল রক লিসেনারকে চমকে দিতে বাধ্য করবে, নিয়ে যাবে সাইকেডেলিক দুনিয়ার এক অনন্য যাত্রায়।
অমম একটা লোকাল ব্যান্ড হিসেবে পরিচিত হলেও অমম পুরো বিশ্বের লিসেনারদের ডিজার্ভ করে। আমি যখন কোনো বিদেশি মিউজিশিয়্যানকে অমম সাজেস্ট করি তারা রিয়্যালি ইম্প্রেসড হয় অমমের মিউজিক ও রেন্ডিশনে। কথা হচ্ছে, আপনি গান কেন শুনছেন? শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে তুমি আমি আর প্রেম ভালোবাসাযুক্ত লিরিক্সের জন্য? তাহলে ভাই আপনার ভেতরে এখনো মিউজিক জন্মায় নাই। একটা গানের হাজারটা গল্প থাকে, গানের একেকটা নোট আমাদের একেকটা মুহূর্ত দর্শন করায়, বদলে যাওয়ার আকাঙ্ক্ষা জাগায়। অমম আমাদের ছোট্ট শহরের জনপ্রিয় একটা ব্যান্ড হলেও শহরের গণ্ডি পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে ব্যান্ডটিকে, যার একটি কারণ প্রোপার লিসেনারদের কাছে না পৌঁছানো। মিউজিক প্ল্যাটফর্ম হোক আর লাইভ কন্সার্ট হোক, অমম পুরোটা সময় একটা সাইকেডেলিক জার্নির এক্সপেরিয়েন্স দেয় অডিয়েন্সকে।
ব্যান্ডমেম্বারদের বৈশিষ্ট্য : ব্যান্ডের ভোকাল ও লিরিসিস্ট হিসেবে আছেন ফায়িদ রহমান, লিড গিটারে প্রসেনজিৎ ঘোষ, বেজ গিটারে সুমন মিয়া ও ড্রামসে আছেন শিশির রঞ্জন দত্ত। অমমের গানগুলোতে ফায়িদভাইয়ের ভোকাল স্ক্রিমিং আর ইন্সট্রুমেন্টাল নতুন এক মাত্রা যোগ করে, ব্যান্ডের গিটারিস্ট প্রসেনজিৎদার গিটারসলো নিমিষেই উন্মাদ করে দিতে পারে একজন প্রকৃত লিসেনারকে। এক-কথায় বলা যায়, গিটারসলো দিয়ে হার্ট টাচিং প্লেয়িং-এ তাঁর জুড়ি নাই, কেননা এই সাইকেডেলিক জার্নিতে গিটারের ভূমিকা অনিবার্য। ব্যান্ডের বেজিস্ট সুমনভাইয়ের বেজ আর ড্রামার শিশিরদার ড্রামিং একটা গানের পুরো জার্নির খুঁটি ধরে রাখে, অন্যরকম এক অনুভূতি দিতে বাধ্য করে শ্রোতাদের। সব মিলিয়ে অমম রকপ্রেমিদের জন্য এক অনন্য সৃষ্টি।
ব্যান্ডের সৃষ্টির প্রায় দীর্ঘদিন পর রিলিজ করা হয় মোট ৩টি মৌলিক গান। গানগুলো হলো : ১. রকস্টার, ২. সীমানা পেরিয়ে (এই গানটি সাইকেডেলিকের আওতায় পড়ে না, গানটি ভালোবাসা দিবসে সকল যুগলকে উৎসর্গ করা হয়েছে। এই গানের পেছনেও রয়েছে একটা গল্প, সেইটা অন্য একদিন তুলে ধরব), ৩. এরেবাস। তার মানে, ‘রকস্টার’ ও ‘এরেবাস’ গান দিয়ে আপনি সাইকেডেলিকের দুনিয়ায় ডুব দিয়ে আসতে পারেন।
বিশেষ অংশ : অমম এখন ব্যস্ত সময় পার করছে নিজেদের প্রথম অ্যালবাম ‘অমম’-এর রেকর্ডিং নিয়ে, এক্সপেরিমেন্ট হিসেবে ৬টি গানের এই অ্যালবামে থাকবে গানমাদকের অন্য এক দুনিয়ায় ভ্রমণ। আশা করি খুব শীঘ্রই ব্যান্ড ‘অমম’ তাদের প্রথম অ্যালবাম প্রকাশের অ্যানাউন্সমেন্ট করবেন। আর আমাদের মিউজিকলিসেনারদের উচিত হবে একটা-কোনো ঘোরে না থেকে পুরো দুনিয়াটা এক্সপ্লোর করা। সবাইকে সমান চোখে দেখা, সবাইকে সুযোগ করে দেওয়া, তাহলে আমাদের দেশের ব্যান্ডগুলো আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে খুব-একটা সময় লাগবে বলে আমার মনে হয় না।
সবশেষে, ‘রকস্টার’ ও ‘এরেবাস’ শোনার পর আমার সব অপেক্ষা এখন অমম-এর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবামের জন্য। ছয়-ছয়টি গানের জাদুতে নিজেকে সাইকেডেলিক দুনিয়ায় ভাসাবার প্রস্তুতি নিচ্ছি।
প্রান্তর চৌধুরী রচনারাশি
গানপারে অমম
- অমম : অনন্য অনাভিধানিক ও সাইকেডেলিক অভিজ্ঞতা || প্রান্তর চৌধুরী - March 6, 2025
- এরেবাস বাই অমম || প্রান্তর চৌধুরী - November 24, 2024
- ঐরাবত ঐ আসছে… || প্রান্তর চৌধুরী - November 20, 2024
COMMENTS