চলচ্চিত্রের এক অনন্য কিংবদন্তি চার্লি চ্যাপ্লিন। তাঁকে নিতান্তই কমেডিয়ান অভিনেতা হিসেবে জানলেও এই মহান শিল্পী শুধু অসাধারণ একজন অভিনেতাই ছিলেন না, ছোটবেলায় মঞ্চ-অভিনয় থেকে শুরু করে পরিচালনা, কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, সংগীত পরিচালনা, প্রযোজনা সহ ছোট-বড় ৮২টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মাত্র ২৬ বছর বয়সে হলিউডে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। নির্বাক থেকে সবাক সব সিনেমাতেই তিনি অনন্য। সিটি লাইটস, দ্য কিড, মডার্ন টাইমস, দ্য গোল্ডরাশ, দ্য সার্কাস, মঁসিয়ে ভের্দু ইত্যাদির মতো জীবনবাদী সব চলচ্চিত্র নির্মাণ করেছেন।
সবাক ছবি দ্য গ্রেট ডিক্টেটরে তিনি হিটলারকে তুমুল ব্যাঙ্গাত্মকভাবে পোর্ট্রে করেছেন; বলা হয়ে থাকে এই সিনেমার জনপ্রিয়তা হিটলার তথা জার্মানির পরাজয়কে অনেকাংশেই ত্বরান্বিত করেছে।
চ্যাপ্লিন শুধুই হাসির ছবি তৈরি করেননি, ভবঘুরে চরিত্রের মধ্য দিয়ে হাসির ছলে তৎকালীন আমেরিকার পুঁজিবাদী সমাজের প্রচলিত অনেক ধারণাকে বারবার চপেটাঘাত করেছেন তিনি। ততদিনে অ্যান্টি-আমেরিকান বলে ক্যাপিটালিস্টদের আক্রমণের লক্ষ্যবস্তুতেও পরিণত হয়ে গিয়েছিলেন, যার কারণে শেষ পর্যন্ত তাঁকে হলিউড তথা আমেরিকা ছেড়ে সুইজারল্যান্ডে যেতে হয়।
হলিউড চ্যাপ্লিনকে চিরদিন ধরে রাখতে না পারলেও যতদিন শিল্পমাধ্যম হিসেবে সিনেমা থাকবে ততদিন আবালবৃদ্ধবণিতা সকলের কাছে বেঁচে থাকবেন সকলের প্রিয় স্যার স্পেন্সার চার্লি চ্যাপ্লিন।
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
- সপ্তপদীর দুপুরবেলায় সন্ধ্যা মুখোপাধ্যায় || ইলিয়াস কমল - January 27, 2025
- স্বরচিত কবিতার অন্তর্গত অনুপ্রেরণা || হাসান শাহরিয়ার - January 24, 2025
COMMENTS