পডকাস্টের প্রাপ্তবয়স্ক হওয়ার ইশারা

পডকাস্টের প্রাপ্তবয়স্ক হওয়ার ইশারা

হয়তো দেখে থাকবেন, তবু শেয়ার দিলাম। চলতি বিষয় নিয়া কথাবার্তার ধরন ভাল লাগসে। একটা টপিক থেকে আরেকটা টপিকে যাওয়ার ধাঁচটা মানে ওই ফ্লো ধরে রাখার ব্যাপারটা দারুণ লাগছে। বুদ্ধিজীবিতাকে এভাবেও এক্সপোজ করা যায় বোধহয়। একটা টপিকও খেলো বা অপ্রাসঙ্গিক মনে হয় নাই। ওরা জাজমেন্টে যায় নাই বরং তর্কের উৎস খোলা রাখছে, এইটা ভালো লাগসে। এতে ডেপথ আরো বাড়ছে আলাপের। ওরা যেভাবে আলাপ আগাইয়া নিয়া গেছে এইটা বাংলাদেশে পডকাস্টের প্রাপ্তবয়স্ক হওয়ার ইশারা দিয়ে যায়।

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you