স্বরচিত কবিতা আর তার গানপ্রতিবেশ : প্রচ্ছন্ন অনুপ্রেরণার গল্প || হাসান শাহরিয়ার

স্বরচিত কবিতা আর তার গানপ্রতিবেশ : প্রচ্ছন্ন অনুপ্রেরণার গল্প || হাসান শাহরিয়ার

 

টিলার নিচে জ্বলতেছে আজাইরা মোমবাতি
তোমার তাঁবুর কাছে
ফের গলতেছে সন্ধ্যা
মরতেছে বল্গা হরিণ
বাঘ, বানর, হোগলা পাতা

আমারে ডাকতেছ কই?

ব্যানারের প্রমিত হল্লায়
বেঘোর ঘুমাইতেছি আমি
এই টিলার নিচে

শুধু মোমবাতি…
এত মোমবাতি…
ঘষেটির হাতে
ওই জগৎ শেঠের হাতে
রাস্তা ব্লক কইরা জ্বলে—
তাদের জন্মদিন নাকি?

তাঁবু খুলবা না তুমি?
জুলাই ২০১৬


টিলার নিচে জ্বলতেছে আজাইরা মোমবাতি : প্রচ্ছন্ন অনুপ্রেরণার গল্প


এই কবিতা লেখার সময় আমারে একটু ইন্সপায়ার্ড হইতে হইছে। একটু চার্জড হইতে হইছে। আমেরিকান হিপ-হপআর্টিস্ট ডিজে শ্যাডো-র গাওয়া ‘Six Days’ গানটা থেইকা। গানটা তার সেকেন্ড অ্যালবাম ‘দ্য প্রাইভেট প্রেস’-এর। এই অ্যালবাম রিলিজ হইছিল ২০০২ সালে। ‘Tomorrow Never Comes Until its too Late’ নামেও গানটা চলে। গানের লিরিক লেখছিলেন ব্রায়ান ফেরেল এবং ডেনিস ওলিভিয়েরি। তাদের এই গানটা ষাটের দশকের ব্রিটিশ ব্যান্ড ‘কর্নেল ব্যাগশট’-এর একটা গান ‘Six Day War’ এবং আমেরিকান সিঙ্গার ও লিরিসিস্ট ডেনিস ওলিভিয়েরির ‘I Cry in the Morning’ গান থেইকা ইন্সপায়ার্ড। আপনেরা যারা ‘The Fast and The Furious Tokyo Drift’ ম্যুভিটা দেখছেন, তারা জানবেন হয়তো, এই গানটার একটা রিমিক্স ভার্শন ছবির শুরুতেই ব্যবহার করা হইছিল। গানটা আউট-অব-দ্য-ওয়ার্ল্ড। মাতব্বর আর তাদের গৃহপালিত লাফাঙ্গা অ্যাক্টিভিস্ট, ইন্টেলেকচুয়াল আর কালচারাল মাদারিদের ভেল্কিবাজিরে দারুণ তামাশা করছে এই গান।


হাসান শাহরিয়ার রচনারাশি

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you