হাওরের এক নিভৃত পল্লীর লোককবি প্রতাপ রঞ্জন তালুকদার। নারীসংগীত রচয়িতা হিসেবে তিনি পরিচিত। হাওরের নারীদের মধ্যে তাঁর ধামাইল গান ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের পারিবারিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদিতে তিনি অবধারিত। গ্রামীণ নারীরা বাঁচিয়ে রেখেছেন এবং রাখছেন এই ধামাইলসম্রাটকে। দিন-কে-দিন তিনি প্রোজ্জ্বল হয়ে উঠছেন।
হতদরিদ্র এই শিল্পী হাজারের অধিক ধামাইল রচনা করেছেন। মারা গেছেন ২০০৯ সনে বিনা চিকিৎসায়। তাঁর সব গান এখনো সংরক্ষিত হয়নি। পরিবারের মাথাগোঁজার ঠাঁইও রেখে যেতে পারেননি তিনি। পরিবারের বাস্তুসংস্থানের পাশাপাশি তার ধামাইল গানগুলোও সংরক্ষিত হওয়া জরুরি। না হলে এই গুণীর অমর সৃষ্টি হারিয়ে যাবে।
গত ৭ অক্টোবর এই মহাজনের প্রয়াণদিবস ছিল। স্থানীয় ধামাইলপ্রেমীদের উদ্যোগে আয়োজিত প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণদিন স্মারক একটি নিবিড় অনুষ্ঠানে তাঁর রচিত বেশকিছু ধামাইলের ভাব ও সুরের সোয়াপাখিতে সওয়ার হয়ে আমরা মোহাবিষ্ট হয়েছি। প্রবীণ শিল্পীরা গানে সুরে আমাদের বুঁদ করে রেখেছিলেন অনুষ্ঠানকালটুকু।
প্রয়াণদিবসে বিনম্র শ্রদ্ধা জানাই গুণী এই শিল্পীকে।
- শফিকুন্নূর স্মরণানুষ্ঠানে সতীর্থ সাধক ও সময় নিয়া ভাবনা || শামস শামীম - January 4, 2025
- চোখের জলে প্রজ্জ্বলিত প্রেম ও প্রতিরোধের কবিতা || শামস শামীম - December 30, 2024
- গুরুদক্ষিণা || শামস শামীম - July 1, 2024
COMMENTS