আমরা যাহারা খারাপ কবিতা লিখি
আমরা যাহারা পাছাপোঁছা আলোচনা
আমরা যাহারা বালছাল বাল্মিকী
আমরা যাহারা আঁটোসাঁটো দোনোমোনা
আমরা যাহারা আপন চরকা ভুলে
আমরা যাহারা ঢালি ডিজেলের ড্রাম
আমরা যাহারা হাতে-পায়ে-নখে-চুলে
আমরা যাহারা মালিকের পোষা ভাম
আমরা যাহারা বুড়া শালিখের রোঁয়া
আমরা যাহারা লাস্ট সিনে হ্যাপি ড্যুড
আমরা যাহারা মাছের মুড়ো ও মোয়া
আমরা যাহারা মুড়িট্টিনের ফুড
আমরা যাহারা খেতে ভারি মজাদার
আমরা যাহারা হাত পেতে চেটেপুটে
আমরা যাহারা খাই কিক দুনিয়ার
আমরা যাহারা থাকি হিংসায় ফুটে
আমরা যাহারা হানাহানিপ্রিয় সন্ত
আমরা যাহারা চারপেয়ে চালাকিতি
আমরা যাহারা সাব্বে-সাত্তা-সুখিতা-ভবন্তু
আমরা যাহারা প্রাচীরগাত্রে গ্র্যাফিতি
আমরা যাহারা বই লিখি বিপ্লবী
আমরা যাহারা নামজাদা তঞ্চক
আমরা যাহারা বাঙ্গালাদেশি বিগ্রহ-তারা-রবি
আমরা যাহারা ফেসবুকা কানিবক
আমরা যাহারা হামানদিস্তায় পেষা
আমরা যাহারা করাতকলের গুঁড়ো
আমরা যাহারা চামচিকেদের হ্রেষা
আমরা যাহারা বাংলা ভার্সের চুড়ো
আমরা যাহারা শান দিয়া যাই ঈর্ষা
আমরা যাহারা ভানপটু বুজরুক
আমরা যাহারা মাকাল পঁয়তিরিশা
আমরা যাহারা ফাঁকতালখোঁজা লোক
আমরা যাহারা একা ও কয়েকজন
আমরা যাহারা কাভি খুশি কাভি গাম
আমরা যাহারা দস্যু বীরাপ্পন
আমরা যাহারা স্যাটানিক পরিণাম
আমরা যাহারা সেলেব্রেটি সেলেব্রেটি
আমরা যাহারা বাজারের ফাঁপা ব্যাগ
আমরা যাহারা ভাজা মাছটার পেটি
আমরা যাহারা স্বার্থ বুঝিয়া ত্যাগ
আমরা যাহারা বিদঘুটে অ্যাসহোল
আমরা যাহারা ল্যান্ডবিজনেসে ব্যস্ত
আমরা যাহারা হিস্টোরিক্যাল ভুল
আমরা যাহারা কাসাব্লাঙ্কা ও কাস্ত্রো
আমরা যাহারা ভালো কবিতার ফ্যান
আমরা যাহারা দুধভাতে উৎপাত
আমরা যাহারা কালজয়া ঘ্যানঘ্যান
আমরা যাহারা কেউটে সাপের জাত
আমরাই প্রিয় দুনিয়া চালাইতেসি
আমরা শান্তি আমরা ভ্রান্তি আমরাই চ্যাঁচামেচি।
জাহেদ আহমদ ২০১৩
- আমরা যাহারা মাকাল পঁয়তিরিশা - January 12, 2026
- কমলকুমার সন্দীপন - January 4, 2026
- ফিরলে না তুমি সম্বিতে নিভে গেল উনুনের আঁচ - December 22, 2025

COMMENTS