এটাই আসল “খুশির ঈদ”; — পশু নয়, নিজেদের সহানুভূতিহীন আত্মার “কোরবানি” কি করে দিতে হয় — সেই কঠোর শিক্ষায় শিক্ষিত হবার ‘তৌফিক দান’ করছেন আমাদের দয়াল স্রষ্টা।
অঝোরে বৃষ্টি নেমেছে — পশুর দাম কমেছে — যান ছুটে গরুর হাটে — যেথায় গরুর চেয়ে মানবরূপী গরুদের ভিড় ১০০ গুণ বেশি।
আফ্টারাল ‘ডিসকাউন্ট’ তো সবাই পছন্দ করি — তাই না? ডিসকাউন্টেড গরু কি এমন সমস্যা করল ভাই?
কিপ্টামির কোরবানি দিতে হবে — এমন কি কোনো ‘ধর্মীয় বিধান’ আছে?
২৩ জুলাই লকডাউন-এর আগে গরু তো গ্রামে ফিরতে পারবে না — সো নাউ ইজ দা টাইম টু অ্যাক্ট স্মার্টলি।
“১০ লক্ষ টাকার গুরু ৬ লক্ষ টাকায় কিনেছি — বিষয়টা খুব ওয়াও না?”
একটা গরু কিনলে আরেকটা গরু “সম্পূর্ণ ফ্রি অফার” মিস করবেন না প্লিজ!
জীবনের মূল্যর চেয়ে আমাদের “শো অফ”-এর মূল্য অনেক বেশি ।
সো গো অ্যাহেড গাইজ — গরু জবাই ফেইসবুক লাইভ-এ দিতে ভুলবেন না কিন্তু!
“সবাই ভিডিওটি শেয়ার করুন, ভাইরাল করুন — আলহামদুলিল্লাহ, আমিন না-বলে এখান থেকে কেউ যাবেন না”
“জ্বালনে ওয়ালোকো জ্বালনে দো — গরু জবাহ দে দো”
- Are we ready for Khilafa E Bangal? || Mac Haque - September 5, 2024
- সিজনাল মায়াকান্না ও আমাদের প্রতিবাদের ফ্যাশনেবল কালচার || মাকসুদুল হক - October 22, 2021
- স্মর্তব্য ১৭৭১ || মাকসুদুল হক - October 20, 2021
COMMENTS