আবার কি এ হাওয়ায় এই পৃথিবীর মাটিজলে : রাজীব আশরাফ অবিচুয়ারি  || শিবু কুমার শীল

আবার কি এ হাওয়ায় এই পৃথিবীর মাটিজলে : রাজীব আশরাফ অবিচুয়ারি  || শিবু কুমার শীল

 

এইমাত্রই জানলাম রাজীব মারা গেছে। এই মুহূর্তে এই শোক-সংবাদটি আমাদের বহন করা ছাড়া আর কি-বা করার আছে।

আমাদের সময়ের কবি গীতিকার রাজীব আশরাফ তার কাজে নতুন মাত্রা যুক্ত করেছিল তা আজ স্বীকৃত। তার গানের কথা রাজপথের স্লোগ্যান হয়েছিল। এই ভাগ্য ক-জনের হয়!

আমাকে ভীষণ পছন্দ করত রাজীব। আমি ওর বানানো বিজ্ঞাপনে ভয়েস দিয়েছিলাম একবার। সেদিন অনেক আলাপ হয়েছিল আমাদের।

রাজীবের সাথে আমার শেষ দেখা একদিন আমি নিকেতনের গেটে দাঁড়িয়ে। একটা মটরসাইকেলের পেছনে চড়ে কোথাও যাচ্ছিল রাজীব। আমাকে দেখে সে মোটরসাইকেল থেকে নেমে ছুটে এল; কাছে এসে বলল, এ হাওয়ায় সে মুগ্ধ! আরো চাই আরও হোক। কোনো রকমে করমর্দন করে সে আবার ছুটল। কোথায় ছুটে গেল সে!

আহা, রাজীব, আবার কি এ হাওয়ায় এই পৃথিবীর মাটিজলে আমাদের দেখা হতে পারত প্রিয় ভাই!

ভালোবাসা। অনন্ত এ-যাত্রা লিরিক্যাল হোক প্রিয় কবি!

০১ সেপ্টেম্বর ২০২৩


শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you