আট মিনিটের ঠাস বুনোট এক বক্তব্য ও মহাত্মা সলিমুল্লাহ খান || সুমন রহমান

আট মিনিটের ঠাস বুনোট এক বক্তব্য ও মহাত্মা সলিমুল্লাহ খান || সুমন রহমান

 

ইতিহাস এবং মনোসমীক্ষণের ভেতরেই তার বেশিরভাগ সময় কেটে যায়। তিনি ক্রিটিক বটে, ঠিক ‘সরকারবিরোধী’ বুদ্ধিজীবী টাইপ নন। কিছুদিন আগেও টেলিভিশনে তাকে প্রতিদিন দেখা যেত। আজকাল সেটাও যায় না।

সেই অধ্যাপক সলিমুল্লাহ খানই কিনা ইউল্যাবের সামনে শিক্ষকদের একটা প্রায়-নিরীহ মানববন্ধন থেকে হাসিনার পদত্যাগের একদফার আগুনঝরা ডাক দিয়ে বসলেন। আট মিনিটের ঠাস বুনোট একটা বক্তব্য, একটাও রেফারেন্স নাই! খানের জীবনে এমনটা হয়তো পয়লা ঘটল। আমাদের জীবনেও তাই। আন্দোলনের মোড়টাই যেন ঘুরে গেল। এ-রকম একটা উত্তাল সময়েও খানের এই বক্তব্যের ভিডিও পুরো একদিন টক অব দ্য কান্ট্রি হয়ে থাকল।

বৈষম্যবিরোধী আন্দোলনের মঞ্চ থেকে তখনো এই একদফার ডাক আসেনি।

সরকার পড়ে গেল, খানসাহেব আবার তার জগতে ঢুকে গেলেন। মিডিয়াতেও তাকে বেশি দেখা যায় না। উপদেষ্টা হচ্ছেন বলে গুঞ্জন শুনেছিলাম, সেটা বোধ হয় গুঞ্জনই থেকে গেল।

আজকে এই মহাত্মার জন্মদিন। শুভ জন্মদিন সলিমুল্লাহ খান!

১৮ অগাস্ট ২০২৪


জুলাই জেনোসাইড, লাল জুলাই : গানপার সংকলন
সুমন রহমান রচনারাশি

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you