…মধুগন্ধে ভরা এই বারান্দায় দাঁড়িয়ে আমি চোখ বুজে দেখতে পাচ্ছি, বর্ষার ভিজে মাটির সোঁদা গন্ধ পেছনে ফেলে — নিবিড় অমা তিমির হতে বাহির হল, বাহির হল জোয়ারস্রোতে — শুক্ল রাতে চাঁদের তরণী — তার দাঁড় ধরে বসে আছে এক চন্দ্রমুগ্ধ নারীমূর্তি — তার মাথার কালো কেশে লক্ষ তারার মালা জড়ানো, দুই নয়নে মায়াবী হাসির আহ্বান — ব্রজবুলিতে রচিত সুমধুর কৃষ্ণপ্রেমের ভজন তার কণ্ঠে — রসালো ফলের মতো পুষ্ট অধরোষ্ঠে অর্ধস্ফুট চুম্বন — তার মায়ের কোল আর বেশি দূরে নেই…
টিভিতে ঋতুপর্ণ ঘোষের মহাপ্রস্থানের শোকাবহ দৃশ্য দেখে এভাবেই বিদায় জানিয়েছিলেন নবনীতা সেন।
Latest posts by গানপার (see all)
- যেভাবে হয়ে ওঠে ‘এসো আমার শহরে’ || শিবু কুমার শীল - March 6, 2025
- Basudeb Dasgupta’s ‘Randhanshala’ The Cooking Place translated by Sourav Roy - March 4, 2025
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
COMMENTS