হৃদয়বৃত্তির আনুকূল্য—
কথাটা আজকেই গিঁথলো
মরমে আমার
তার আগে এমন করে নয় আর
যখন আমায় আলফ্রেড আমিন
মুহাম্মদ শাহজাহানের অগ্রন্থিত প্রস্থান নিয়া আলাপে সেদিন
সহসা জানায়—
শাজানভাইয়ের হৃদয়বৃত্তির আনুকূল্য অনেকেই নিসেন
ডুঙরিয়া বাজারে এই সত্য অস্বীকারিয়া যারা যায় তাদেরে যাইতে দেন;
বুঝতে পারলাম
মরে যায় মানুষ তবু থইয়া যায় তার নাম
স্বভাবের কিসু চুনকাম
আমিনের এই হৃদয়বৃত্তির আনুকূল্য কথাটায়
এম্পিরার নয়, অ্যাটেন্ড্যান্ট লর্ড নয়
চিহ্নাচিহ্নবিনিশ্চয়
বাংলার অথার মুহাম্মদ শাহজাহান বেঁচে থাকবেন।।
— জাহেদ আহমদ / ১৫ মার্চ ২০২৩
Latest posts by গানপার (see all)
- শরৎরাত্রিতে || আনম্য ফারহান - September 23, 2023
- হাওর সিরিজ || শামস শামীম - September 23, 2023
- জনমানসে বিরাজিত সাংস্কৃতিক সংঘাত ও মাতিয়ার রাফায়েলের কবিতা || আহমদ মিনহাজ - September 23, 2023
COMMENTS