অ্যা স্পেক্টার ইজ্ হন্টিং …
একটা প্রেতাত্মা তাড়া করে বেড়াতেসে, পেছনটা আর ছাড়তেসেই না
ক্রেডল টু দ্য গ্রেইভ, ডন টু ডাস্ক, টোয়েন্টিফোরাওয়ার্স ইন্টু সেভেন
পঁয়তাল্লিশপূর্ত তবু মুক্তি মিলিল না, হা রে ভোদাই, নিকাম্মা পাব্লিকা —
তাড়া খেয়ে এখন থোড়া-সা দাঁড়ায়ে পেচ্ছাপেও লাগে অ্যাডভোক্যাসি ক্যাম্পেন
ওরে মন, ভোলা মন রে আমার, স্পেক্টার-হন্টেড্ উন্ডেড্-নি, রে খাড়া-দুটো-শিং
রে হাট্টিমাটিমটিম, মাঠেঠোঁটে পেড়ে গেলি খালি অ্যাপোলিটিক্যাল ডিম
লেট দি ম্যাঙ্গো-ক্লাসেস্ ট্র্যাম্বল্ … লেট ইট বি … মিস্টার কার্ল লেনন!
মিস্টার ওয়ার্কিংম্যানস্ হিরো … নো ডাইরেকশন হোম, ডিয়ার ববি ডি!
লাইক অ্যা কমপ্লিট আননোন, লাইক অ্যা রলিং স্টোন …
ওয়ার্কিংম্যান অফ অল কান্ট্রিস্, ডিভাইড! অ্যান্ড লেট দেম রুল্ … স্টিমি রুল্ …
দ্য পোলিটিশিয়্যানস্ হ্যাভ নাথিং টু ল্যুজ্ বাট দেয়ার পাওয়ার
অ্যান্ড উই হ্যাভ নাথিং টু চ্যুজ্ বাট আওয়ার ফিঙ্গার
সাক্ ইট আপ … লিক্ ইট আপ … ল্যুম্পেন্স!
দি এনচেইন্ড ডেভেল্যপমেন্ট অফ ইন্ডিভিজুয়্যাল ইজ দি কন্ডিশন
ফর দি এনচেইন্ড ডেভেল্যপমেন্ট অফ অল্
চল্ চল্ চল্, নিম্নভবনে চেগেছে জল ভাসায়ে দেইগে চকির তল
অরুণ প্রাতের তরুণ দল ফেসবুকে খলবল
চল্ চল্ চল্ …
চল্ চুরট ধরাই করি ডিস্কোর্সের বড়াই
বাবুই পাখিরে ডাকি বলুক চড়াই
দ্যেন দ্য ওয়ার্ল্ড উইল বি ফর দি ডেভিলস্,
অ্যান্ড দ্য সাউন্ডস্ অফ ইনফার্নো উইল রিচ দি ডিপেস্ট স্প্রিংস্।
আ! কাম্! ও ওয়াইল্ড সোর্ড-ওয়ারিয়র্স! অল দি বিলিভার্স অ্যান্ড ননবিলিভার্স!
ও দি ট্রিকি মিডলক্লাস অ্যান্ড দি ফ্রিকি ফিলোসোফার্স!
ও দি বিয়িং অফ দিস্ অ্যান্ড অল দ্য আদার আনআইডেন্টিফায়েড ইউনিভার্স!
ও দ্য দুনিয়ার মজদুর অ্যান্ড অল দি শিটি সিটিডুয়েলিং মেহনতি জনতা!
কাম্! শাট মি আপ! ক্যজ্ ফলিং-অ্যাপার্ট অল দি হ্যাভেন্স থিংস্ …
ওনলি য়্যু ডুডস্ আর ফাকিং সেইভিয়ার্স!
লেখা / জাহেদ আহমদ ২০১৫
… …
- নগরমুসাফিরির নবতরঙ্গ - November 24, 2025
- সঞ্জীব ও সিডর - November 22, 2025
- নীলুফার ও নজরুল - November 20, 2025

COMMENTS