দ্য স্যং অফ স্কর্পিয়ন্স

দ্য স্যং অফ স্কর্পিয়ন্স

 

গত বছরের হিসেবে সবশেষ দেখা সিনেমা এইটা। এই বছর এখনও একটা ছবিও দেখে শেষ করতে পারিনি।

ফারহানির অভিনয় ভালোই। যতটা ইরানি ছবিতে অভিনয় করতে পারে, তার সিকিভাগও না যদিও। তার অভিনয়ের একটা জিনিস খেয়াল করলাম। ইরানে নিষিদ্ধ হওয়ার পর, সে বিদেশি প্রোডাকশনেই ছবি করছে। তার মধ্যে ফ্রেঞ্চ, আফগান, ইন্ডিয়ান, হলিউড এইসব আছে। অধিকাংশ ছবিতে ও ইরানের ছবিগুলোতে যতটা ভালো অভিনয় সে করত এবং যতটা স্বতঃস্ফূর্ত তারে মনে হইত তার সিকিভাগও পাওয়া যায়নি।

ইরফান খানরে যেমন আমরা লাইফ অব পাই-এ পাইছি বলিউডের ইরফানের মতোই একই রকম, এই রকম ফারহানিরে পাইছি কেবল প্যাটারসন-এ। আর কোথাও না। মনে হইতেছে তার স্বতঃস্ফূর্ততা ও তার স্বাভাবিক সৌন্দর্য মিস করতে যাইতেছি বড় পর্দায়।

আপনারা এখনি বলবেন ‌‘পমান দাও’। বাল দিব আপনাদের।
০৪ জানুয়ারি ২০২১

ইলিয়াস কমল


ইলিয়াস কমল রচনারাশি

ইলিয়াস কমল

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you