কেন কমার্শিয়াল ছবি নিয়মিত দেখি

কেন কমার্শিয়াল ছবি নিয়মিত দেখি

 

এই ধরনের কমার্শিয়াল ছবি আমি নিয়মিত দেখি, কারণ এইগুলো কিছু মিথ্যা বলে না। তবে কিছু ট্রিক্স খাটায়। মিথ্যা না বলার বিষয়টা বলি। যেমন এই সিনেমা বলে না অমুক তমুক এই সিনেমারে সেরা বলছে। এই জিনিস বলার দরকারই পড়ে না তার। সে ছবিতে কি আছে এইটার লোভ লাগায়েই দর্শক টানে। এই ছবিতে যা আছে বা যা রাখছে তার ওপরই সে নজর দেয় সর্বোচ্চ। এই জন্যই সিনেমায় গান রাখে (প্রয়োজনে কখনো আইটেম গানও), মারামারি রাখে।

এইসব তো এই সিনেমায় ছিলই। সাথে সবচেয়ে বড় যেইটা আছে সেইটা হইলো চিটকোড। যারা ভিডিও গেইম খেলেন তারা বুঝে গেছেন চিটকোড বিষয়ে। এই সিনেমায়ও রোহিত শেঠির এই চিটকোডই সবচেয়ে বড় কমার্শিয়াল পলিসি। এই পলিসিই তো সিনেমার জন্য দর্শক টানে। কথা ঠিকাছে?

ইলিয়াস কমল

ইলিয়াস কমল

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you