শৈলিন উডলির কথাগুলি (৩)

শৈলিন উডলির কথাগুলি (৩)

হাজার হাজার উড়োজাহাজের গ্যাসাক্ত ধোঁয়ায় আকাশ কলুষিত করা, ফ্যাক্টরিগুলার কেমিক্যাল বাইরে ফেলানো, আমাদের শইল্লের যে কাপড়জামাগুলা আমরা পরি এইগুলারও মধ্যে কেমিক্যালের যেই ইউজ তাতে এইগুলার অত ভক্ত আমি না। আমি এইগুলা পছন্দই করি না আসলে।

বেড়ে ওঠার দিনগুলায় আমি ছিলাম খুবই মিতব্যয়ী মেয়ে একটা। আমি ইশকুলের টিফিনের পয়সা থেকে একটু একটু করে রোজ জমাইতাম। আমি ছিলাম সেইরকম মেয়ে যে সত্যি সত্যি ভাবত বেবিসিটিং দিয়া এই বছর যেই পয়সাটা আর্ন করব তাত্থেকে একটা অংশ জমায়া আসছে বছর ইউরোপ ট্যুরে বেরোমু আর ওইসময় একটা ভালো ও ভদ্রস্থ ডিনার খাওয়ার পয়সাটাও জমায়া নিয়া যামু।

প্রত্যেকটা ফ্যামিলিই ডিসফাংশন্যাল, আপনে সেইটা মানেন বা না মানেন।

আমি এরই মধ্যে এই দুনিয়ার অত্যন্ত ভাগ্যবতী মেয়েগুলার একটা হয়ে গেসি, দ্য মোস্ট ফর্চুনেইট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, অতএব ভবিষ্যতের কাছে আমার আর চাইবার কিচ্ছুটি নাই। ফিউচার আমারে যেদিকে নিয়া যাইতে চায় যা দিতে চায় দিক।

চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

বিদিতা গোমেজ

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you